হলিউড ও হলিউড অভিনেতাদের নিয়ে কিছু চমকপ্রদ তথ্য পর্ব-২

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। আশা করবো সবাই ভাল আছেন। আমাদের অবসর বিনোদন হিসেবে সিনেমাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত বিনোদন মাধ্যম। আর সারা বিশ্বে সিনেমা ভক্তদের সংখ্যা নেহাৎ কমও নয়। কারণ ছোট-বড় সবাই সিনেমা দেখতে ভালোবাসে। তাই সিনেমা ইন্ডাস্ট্রিগুলো আমাদের চাহিদার ষোল কলা পূর্ণ করার জন্য কাজ করে যাচ্ছে। সিনেমা ইন্ডাস্ট্রি ও অভিনেতাদের নিয়ে পর্ব-১’এ আলোচনা করার পর আজ দ্বিতীয় পর্বে আপনাদের আরো কিছু চমকপ্রদ তথ্য জানাবো। তাহলে চলুন শুরু করা যাক।

• জগৎবিখ্যাত “টাইটানিক” মুভির কথাতো আমরা সবাই জানি। এই সিনেমাটি ১১ টি অস্কার জিতেছে, তবে অদ্ভুত ব্যাপার হলো অভিনয়ের জন্য কোন ক্যাটাগরিতেও অস্কার জিততে পারেনি।

• ভারতীয় কমেডিয়ান গুরু ব্রহ্মানন্দমকে স্মরণ হয়? যার মুভিগুলোতে হাজারও থাপ্পড় খাবার দৃশ্য দর্শকরা দেখেছে। যার কান্না করার দৃশ্য দেখলেও হাসতে হাসতে লুটিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইনিই ব্রহ্মানন্দম; যার এক হাজারেরও বেশি ছবিতে অভিনয় করার রেকর্ড রয়েছে এবং এটি একটি বিশ্ব রেকর্ড।

• একশন থ্রিলার জগতের অন্যতম চরিত্র জেমস বন্ডকে সিনেমা প্রেমিরা না চিনে থাকতে পারবেন না। আর জেমস বন্ডের চরিত্রে যিদি অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন, তিনি হলেন শন কনারি। জেমস বন্ডের সমস্ত সিনেমায় শন কনারি একটি পরচুলা পরেছিলেন। কারণ তার ২১ বছর বয়স থেকেই চুল পড়ে যেতে শুরু করেছিলো ।

• আমাদের শৈশবের মনোমুগ্ধকর স্মৃতির পাতায় নিশ্চয়ই হ্যারি পটার মুভি সিরিজগুলোর নাম থাকবে। তবে না জেনে থাকলে জেনে রাখুন, প্রথম ‘হ্যারি পটার’ মুভিটি প্রকাশের পর থেকে ৫০০ জনেরও বেশি মেয়ে তাদের পছন্দের চরিত্র হারমায়োনি নাম নিজেদের নামে রেখেছিলো।

• হলিউডে রাজ করা কিছু অভিনেতাদের মধ্যে ব্র্যাড পিট অন্যতম। কারণ ছবির প্রতি তার প্যাশন,ডেডিকেশন সত্যিই অবিশ্বাস্য। ব্র্যাড পিটকে “তিব্বতে 7 বছর” সিনেমায় অভিনয়ের জন্য চীন থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

• সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোন মুভি সিরিজের যদি নাম বলতেই হয়, তবে “লর্ড অফ দ্য রিংস: রিটার্ন অফ কিং” আসবেই। মুভিটি-র স্ক্রিনে ৮৩৬ টি মৃত্যুর হিসাব আপনাকে গুণতে হবে যা যেকোনও চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

• অভিনেতা জন হার্ট; ভি ফর ভেনডেট্টা, এলিয়েন, স্পেসবলস, হেলবয় সহ ৪০ টিরও বেশি বিভিন্ন সিনেমায় মারা যাওয়ার রেকর্ড করেছেন।

• চোখ ধাঁধানো একশন মুভি “ম্যাড ম্যাক্স: ফিউরি রোড” মুভিতে ফ্লেম-শ্যুটিং গিটারটির ওজন ১৩২পাউন্ড এবং বাস্তবে আগুনের শিখাগুলো তৈরি করে চিত্র ধারণ করা হয়েছিলো।

• সর্বপ্রথম থ্রিডি চলচ্চিত্রটি ছিল “দ্য পাওয়ার অফ লাভ”, যা ১৯২২ সালে প্রকাশিত হয়েছিলো এবং এটি ছিলো একটি সাইলেন্ট(নিঃশব্দ) চলচ্চিত্র।

 

• ভিন্ন ধারার চলচিত্র  “ব্যাক টু দ্য ফিউচার” ট্রিলজিতে বিফ টানেন চরিত্রটি ছিলো ডোনাল্ড ট্রাম্প থেকে অনুপ্রাণিত।

• বায়োগ্রাফি মুভি “চ্যাপলিন(১৯৯১)” এ চার্লি চ্যাপলিনের মেয়ে তার মা’এর চরিত্রে অভিনয় করেছিলেন।

• অসাধারণ সব সিনেমায় স্মরণীয় সব চরিত্রে অভিনয়ের জন্য টম হ্যাঙ্কসের নামটি কোনদিনও ভোলা যাবে না। সারা বিশ্বে ভক্তদের থেকে তিনি অনেক ভালোবাসা পেয়েছেন। তবে কিছু অদ্ভুত ভালোবাসার নমুনাও রয়েছে। ২০০৪ সালের টম হ্যাঙ্কসের মুভি “দ্য টার্মিনাল”থেকে অণুপ্রাণিত হয়ে এক ব্যক্তি চার্লস ডি গল বিমানবন্দরের লঞ্জে ১৮ বছর অতিবাহিত করেছিলেন

• বর্তমানে স্টার ওয়ারস মুভি সিরিজের অ্যাকশন তারকা লিয়াম নিসন ১৯৯৪ সালে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তিনি অ্যাকশন মুভিতে অভিনয় করতে আগ্রহী ছিলেন না।

“সেভিং প্রাইভেট রায়ান” সিনেমাটি এতটা বাস্তববাদী করে ফুটিয়ে তোলা হয়েছিলো যে ,কিছু দর্শকরা এটি দেখে পোস্টট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার ভুগেছিলেন।

• পপ তারকা মাইকেল জ্যাকসন স্পাইডার ম্যান চরিত্রের অনেক বড় একজন ভক্ত ছিলেন। তিনি একবার মার্ভেল কমিক্স কেনার চেষ্টা করেছিলেন যাতে তিনি নিজস্ব প্রোডাকশন সিনেমায় স্পাইডার ম্যান চরিত্রে অভিনয় করতে পারেন।

• ও.জে. সিম্পসনকে প্রায় টার্মিনেটর সিনেমায় অভিনয় করানোর সিদ্ধান্ত প্রায় নিয়ে নেওয়াই হয়েছিলো। কিন্তু জেমস ক্যামেরন ভেবেছিলেন যে তাঁর ব্যক্তিত্ব ডার্কনেস ভাবটা ফুটিয়ে তোলা সম্ভব হয়ে উঠবে না। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছিলো।

• ২০১৭ সালে, “লা লা ল্যান্ড” -র পরিচালক ড্যামিয়েন চ্যাজেল ৩২ বয়সে সর্বকনিষ্ঠতম সেরা পরিচালক হিসেবে অস্কার বিজয়ী হয়েছিলেন।

• ক্রিস ফারলে হ’ল ‘শ্রেক’ এনিমেটেড মুভিরএর আসল ভয়েস এক্টর। তবে মুভিটির ৮৫% ভয়েস রেকর্ডিংয়ের পরেই তিনি মারা গিয়েছিলেন।

“দ্য ম্যাট্রিক্স” মুভিটির স্ক্রিপ্ট লিখতে পাঁচ বছর সময় লেগেছিলো।

• স্যামুয়েল এল জ্যাকসনকে দর্শকরা একটি বিশেষ কারণে মনে রাখবে। তিনি গালিকে বিখ্যাত করে দেবার জন্য সবার কাছেই পরিচিত। তিনি ২৭ টি বিভিন্ন সিনেমাতে ১৭১ বার “মাদারফা**র” গালিটি মুখ দিয়ে ছেড়েছেন। বলতে গেলে গালিটিকে এক শৈল্পিক অবস্থানে নিয়ে এসেছেন তিনি।( দৃষ্টিকটু লাগলে দুঃখিত)

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আশা করি সকলের সাপোর্টে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ ।

 

প্রথম পর্বের আর্টিকেলটি পড়তে ক্লিক করুন [-হলিউড ও হলিউড অভিনেতাদের নিয়ে কিছু চমকপ্রদ তথ্য পর্ব-১]

Related Posts