হালাল পথে উপার্জন সম্পর্কিত একটি শিক্ষণীয় গল্প

একবার একজন লোকের ঘরে এক ভিক্ষুক এলো | লোকটি ভিক্ষুককে কিছুক্ষন দাঁড়াতে বলে ভিতরে গেলো | ঘরের সামনেই লোকটির ঘোড়ার একটি লাগাম রাখা ছিল | ভিক্ষুকটি সুযোগ বুঝে লাগামটি চুরি করে পালিয়ে গেলো |

কিছুক্ষন পর লোকটি দুই টাকা হাতে করে ভিক্ষুককে দেবার জন্য ঘরের বাইরে এলো কিন্তু এসে ভিক্ষুককে পেলো না | এবং লোকটি সাথে এটাও দেখলো যে বাহিরে রাখা তার ঘোড়ার লাগামটি নেই | লোকটির বুঝতে আর দেরি হলো না যে লাগামটি ভিক্ষুকটিই নিয়েছে |

অতঃপর লোকটি সামনের দিকে এগোতে লাগলো এবং কিছুদূর যাওয়ার পর একটি দোকান দেখতে পেলো যেই দোকানে তার ঘোড়ার লাগামটি ঝুলছে | সে দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো “এই লাগামটি এখানে কিভাবে এলো |” তখন দোকানদার তাকে বললো কিছুক্ষন আগে এক ভিক্ষুক ঘোড়ার লাগামটি তার কাছে দুই টাকা দিয়ে বিক্রি করেছে |

তখন লোকটি তার হাতে থাকা দুই টাকার নোটটির দিকে তাকালো যেটি সে ভিক্ষুককে দেয়ার জন্য ঘর থেকে এনেছিল আর ভাবলো ভিক্ষুকটি আরেকটু অপেক্ষা করলে এই দুই টাকার নোটটি হালালভাবে উপার্জন করতে পারতো কিন্তু সে অপেক্ষা না করে চুরি করে লাগাম বিক্রি করে দুই টাকা উপার্জন করলো কিন্তু হারাম পথে |

শিক্ষা :
এই গল্পটি থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের রিজিকে মহান আল্লাহ পাক যা লিখে রেখেছেন সেটাই আমরা পাবো |আল্লাহ তা আলা হালাল পন্থায় অর্থ উপার্জন করতে বলেছেন | হালাল কাজ করে দেরিতে হলেও আমরা আমাদের রিজিকে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই পাবো | তাই আমাদের উচিত হারাম পথ পরিত্যাগ করে হালাল পথে উপার্জন করা | চুরি,ডাকাতি,ঘুষ ইত্যাদি উপার্জনের পথ বর্জন করা | আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের উপার্জনে সন্তুষ্ট থাকা |কম অর্থ উপার্জনেও অনেক সুখ আছে যদি সেটি হালাল পন্থায় অর্জন করা যায়|

Related Posts

9 Comments

মন্তব্য করুন