হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল রেকর্ড করুন খুব সহজেই

সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা, আশা করি অনেক ভাল আছেন আপনারা অনেকেই জানতে চান কিভাবে ইমু এবং হোয়াটসঅ্যাপের অডিও কথা রেকর্ড করবেন. আসলে আমাদের ফোনে যে রেকর্ডিং থাকে সেটা দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা যায় না. আজকে আমি আপনাদের কাছে এমন একটি অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জার যেকোনো সফটওয়্যার দিয়ে কথা বলার সময় আপনি খুব সহজেই আপনার ভয়েস কল রেকর্ড করতে পারবেন. https://play.google.com/store/apps/details?id=com.catalinagroup.callrecorder এই লিঙ্কে দেওয়া অ্যাপসটি আপনারা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন. ডাউনলোড করার পর আপনার অ্যাপস টি অপেন করবেন ওপেন করার পর এই ফোনের পারমিশন গুলো দিয়ে দিবেন. পারমিশন দেওয়ার পর বাম সাইডে দেখবেন থ্রি ডট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে সেটিংস গুলো ঠিক করে নিবেন. তারপর আপনি পপ-আপ নামের অপশন টা চালু করে দিবেন. এখন আপনি মেসেঞ্জার ইমো অথবা হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনি যাকে কল দিবেন তার মেসেজ অপশন টা চালু করবেন তারপর দেখতে পাবেন ডান সাইডে অ্যাপসের একটা পপ আপ বাটন শো করতেছে সেটাতে ক্লিক করে রেকর্ডিংটা চালু করে দিবেন. তারপরে আপনি আপনার বন্ধুকে কল দিবেন কল দেওয়ার সাথে সাথে রেকর্ডিং শুরু হয়ে যাবে. কল কেটে দেওয়ার পর আপনি পপ আপ বাটনে ক্লিক করে রেকর্ডিংটা সেভ করে নেবেন তারপর আপনি ফাইল ম্যানেজার এগিয়ে এই রেকর্ডিং টা খুব সহজেই পেয়ে যাবেন. বন্ধুরা যদি আমাদের ট্রিক্সগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে.

Related Posts

2 Comments

মন্তব্য করুন