৪টি অভ্যেস যা আপনার জীবনের সফলতা এনে দেবে

ডক্টর এপিজে আবদুল কালাম বলেছিলেন আপনি আপনার জীবন পাল্টাতে পারবেন না কিন্তু অভ্যাস গুলো পাল্টাতে পারবেন|আর নিশ্চিত আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে,এটা ১০০% সত্য যে আমরা আজকে যে ফল পাচ্ছি তা আমাদের কাজের ফল আর আমরা সেই কাজটি করছি যা আমাদের অভ্যাস হয়ে গেছে|আমি আজ এমন চারটি বিষয় সম্পর্কে বলবো যা মানুষের জীবনে সফলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়|আপনি যদি এই চারটি অভ্যাস আপনার জীবনে নিয়ে আসেন তাহলে ১০০% সত্য যে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে|

১.কথা কম বলুন কাজ বেশি করুন:পরিশ্রম এত নিরবতার সাথে করুন যাতে আপনার সফলতা চিৎকার করে,আপনার কাউকে কিছু বলার দরকার নেই আপনার কাজের ফলই সারা দুনিয়াকে জানিয়ে দেবো,যে আপনি একা একা কি করেছেন|আপনি কোন সফল লোককে দেখেন তিনি কখনোই বলেন না আমি এটা করেছি ,আমি ওটা করেছি, আমি এটা করব আমি ওটা করবো,কারণ বলার দরকার নেই এদের কাজের রেজাল্টই সারা দুনিয়াকে জানিয়ে দেয় এরা কি করেছে| তাই আপনি কোন কিছু না বলে আপনার ফোকাস শুধু কাজের দিকে রাখুন,যদি আপনি যদি নিজের মত কাজ করে যান এবং ফলাফল ভালো হয় তাহলে আপনার কাজের ফলই সারা দুনিয়ার কাছে আপনাকে পরিচয় করে দেবে কাউকে ডেকে ডেকে আপনার সঙ্গে পরিচয় করতে হবেনা|

২.সময়কে সঠিকভাবে ব্যবহার করা:মার্ক জুকারবার্গ সম্পর্কে এটি শুনেছেন যে তিনি একই রকম পোশাক পড়েন এটা কেন করেন তার কাছে এত টাকা আছে যে তিনি যদি প্রতিদিন ১০ রকমের পোশাক পরতে চান তাই পারবেন|এমনটা তিনি কেন করেন তা জানতে চাইলে মার্ক জুকারবার্গ বলেন,আমার কাছে হাজারও কাজ আছে আর আমার মূল্যবান সময় এ ফালতু কাজে কেন নষ্ট করব|আজ কি পোশাক পারবো কাল কি পোশাক পারবো এ সব ভাবতে অনেক সময় কেটে যায়,আর এই মূল্যবান সময়কে বাঁচানোর জন্যই তিনি একই রকম কাপড় পড়েন তাহলে চিন্তা করেন সময় তাদের কাছে কতটা মূল্যবান| তারা সবসময় এভাবে প্রতিটা মিনিট আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করব,আর আমরা তো ঘন্টা মাস বছর নষ্ট করে দেই আর কিছু মানুষ তো নিজের সারা জীবন নষ্ট করে দেয়|তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করুন কারণ সময়ের কাছে এতটা সময় নেই যে আপনাকে পুনরায় সময় দেবে|

৩.সবসময় শিখার চেষ্টা করুন:আপনি যে কোন সফল লোককে দেখুন তারা সব সময় কোন না কোন কিছু শিখতে থাকে,যে মানুষ শিখা ছেড়ে দেবে তাকে লাশের সাথে তুলনা করা হয়|বিল গেটস প্রতি সপ্তাহে একটি বই শেষ করেন ওয়ারেন বাফেট প্রতিদিন ৫ ঘন্টা করে বই পড়েন, যদিও এদের বয়স ৬৪ এবং ৮৫ তারপর এরা শিখা বন্ধ করেনি|আর এরা এটা প্রমাণ করে দিয়েছে শেখার কোন বয়স হয় না, ক্রিয়েটিভি আসে লার্নিং থেকে আপনি যতোটুকু শিখবেন ততটুকই গ্রও করবেন|তাই যা কিছু হয়ে যাক না কেন শিখা বন্ধ করবেন না,কারণ যারা শিখে তাদের কাছে কোন ফেইলিওর চলে আসলেও তারা সেখান থেকে শিখে সফল হয়ে যায়|তাই কখনো শেখা বন্ধ করবেন না|

৪.নিজের সাথে কথ বলুন:প্রতিদিন নিজের সাথে কথা বলুন নিজেকে জানুন নিজের সম্পর্কে ধারণা রাখুন প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট হলেও নিজের সাথে কথা বলুন|এটা জানুন আপনার জীবনে কি চলছে, আজকাল তো মানুষ এটা জানে যে সালমান খানের জীবনে কি চলছে|মানুষ এটাও জানে তার চারপাশের লোকজন এর জীবনে কি চলছে,কিন্তু আমরা নিজেকে দেখার চেষ্টা করি না যে আমার নিজের ভিতরে কি চলছে|যে মানুষ এটা বুঝবে তার জীবনে কি চলছে তবে সে এটাও বুঝবে যে তার এখন কি করা উচিত|তাই প্রতিটা দিন নিজের সাথে কথা বলুন,যত সফল মানুষ আছে তারা প্রতিদিন নিজের সাথে কথা বলে,নিজেকে প্রশ্ন করে আর যে ব্যক্তি যত বেশি নিজেকে প্রশ্ন করবে সে তত বেশি ইন্টেলিজেন্ট হবে|তাই সবসময় নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করার মধ্যে আপনি যে উত্তর পাবেন সেটা আপনার সেলফ অ্যানসার আর সেলফ অ্যানসার আপনার কর্মপন্থা ঠিক করে দেবে|

তো বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই চারটি অভ্যাস গড়ে তুলতে পারেন এবং ধরে রাখতে পারেন, তবে মনে রাখবেন আপনার সফলতা অবশ্যই আসবে কারণ সফলতা বেশি দূরে থাকে না সফলতা অতি নিকটে কিন্তু তা সহজেই আসতে চায় না তাকে আনতে হয় কঠিন পরিশ্রমের মাধ্যমে

Related Posts

7 Comments

মন্তব্য করুন