৫টি সেরা ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি

আমরা যারা বর্তমানে অনলাইনে কাজ করে থাকি তাদের বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়। এমনকি অনেকেই এখন তার নিজের জন্য একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করছে চান। কিন্তু এই কাজটি করতে গিয়ে প্রধানত যে সমস্যায় পড়তে হয় তা হলো আমরা অনেকেই ঠিকমতো বুঝতে পারি না যে, ডোমেইন ও হোস্টিং কোথায় থেকে কিনলে ভালো হয়। যদি এ সমস্যা না থাকে তাহলেও আরেকটি সমস্যা দেখা দেয়, তা হলো অনেকেরই মাস্টারকার্ড থাকে না। সেজন্য চাইলেও ভালো কোনো ডোমেইন হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেইন ও হোস্টিং কেনা হয়ে ওঠে না।

যার ফলসরূপ প্রায়ই নানা ধরনের সমস্যায় পড়তে হয় আমাদের। এজন্য আজকে আমরা সেরা ৫টি ডোমেইন হোস্টিং কোম্পানি সম্পর্কে জানবো, যেখান থেকে আপনি নিশ্চিন্তে ডোমেইন ও হোস্টিং সার্ভিস কিনতে পারবেন। এদের প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন সুযোগ সুবিধাও আপনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করবে। এছাড়া যাদের মাস্টারকার্ড নেই তারা খুব সহজে বিকাশ কিংবা রকেটের মাধ্যমেও এদের সার্ভিস কিনতে পারবেন।

Web Hostbd

অনেকেই আছেন যারা ইতিমধ্যে এই কোম্পানির নামের সাথে পরিচিত। আপনি Web Hostbd তে বেশ কয়েকটি হোস্টিং প্লান পাবেন, সেখান থেকে আপনার প্রয়োজন মতো প্লানটি বেছে নিতে পারবেন। বিস্তারিত জানতে পারবেন এই লিংকে https://bit.ly/3dmOhXl

EBN Host

ইবিএন হোস্ট একটি বিশ্বস্ত ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি। এদের হোস্টিং প্লান ফিচার অনুযায়ী যেমন প্রাইস হওয়া উচিত আপনি তার চেয়ে কম প্রাইসেই পেয়ে যাবেন। ডোমেইন হোস্টিং কেনার পূর্বে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে, যেখানে কম প্রাইস পাবেন সেখানেই দৌড়াবেন না। প্রথেমে যাচাই বাছাই করে দেখুন, তারপর সেখান থেকে কিনুন আপনার প্রয়োজনীয় সার্ভিসটি কিনুন। EBN host থেকেও কেনার আগে আপনি তাদের কন্টাক্ট অপশন থেকে যোগাযোগ করে নিন। আপনার যেসব ফিচার বা সার্ভিস প্রয়োজন সেগুলো কি তারা আপনাকে দিতে পারবে কিনা যা জেনে নিন। বিস্তারিত জানতে পারবেন এই লিংকে https://bit.ly/2J53rm1

Exon Host

আপনি যদি ভালো একটি কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনতে চান তবে এরা আপনাকে নিরাশ করবে না। এদের হোস্টিং প্লানের সাথে আপনি Free.XYZ Domain + Free Site Transfer + Free One Click Installer  +  Free Server Setup. ইত্যাদি পেয়ে যাবেন। বিস্তারিত জানতে পারবেন এখানে https://bit.ly/33EtQRi

Hosting Bangladesh

এদের সাপোর্ট সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমি যখনি এদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছি তখনি এরা মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই রেসপন্স করেছে। তাছাড়া এদের হোস্টিং প্লানের বিভিন্ন ফিচার আপনার সামর্থ্যের মধ্যেই পেয়ে যাবেন। বিস্তারিত জানতে পারবেন এখানে https://bit.ly/33GXrcz

Exel Node

অনেকেই হয়তো উপরের হোস্টিং কোম্পানি গুলোর সাথে পরিচিত। তবে এই এক্সেলনোড সম্পর্কে এখনো অনেকে তেমন একটা জানেন না। এই এক্সেলনোডও বেশ ভালো মানের একটি হোস্টিং প্রোভাইডার কোম্পানি। বিস্তারিত জানতে পারবেন এখানে https://bit.ly/2DQWm5O

উপরে উল্লেখিত সাইট গুলো মোটেও আমার মনগড়া নয়। এদের রিভিউ ও সাপোর্ট দেখেই তা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরও আমি এটিই বলবো যে আপনি কেনার আগে এদের সাথে যোগাযোগ করুন ও এদের সার্ভিস সম্পর্কে জানার চেষ্টা করুন। ডোমেইন হোস্টিং কেনার সময় একই জায়গা থেকে কিনুন। তাহলে আপনার জন্যই সুবিধা হবে। কারণ একই জায়গা থেকে ডোমেইন ও হোস্টিং ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ।

Related Posts

9 Comments

মন্তব্য করুন