👉Google Webmaster Tool কি? কেন এবং কিভাবে ব্যবহার করবেন।

গুগল ওয়েবমাস্টার টুল হচ্ছে গুগল কোম্পানির একটি ফ্রী সার্ভিস, আপনি চাইলে এর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে Monitoring এবং Maintain করতে পারবেন। আপনার সাইট গুগল সার্চ ইঞ্জিন এ যুক্ত করতে হলে আপনাকে গুগল ওয়েবমাস্টার টুল বা গুগল সার্চ কনসোল এ সাইনআপ করতে হবে।

👉Google Webmaster Tool কেন ব্যবহার করবেন?

✴এটি আপনার সাইট বা ব্লগের নতুন কন্টেন্ট এবং সব ধরনের আপডেট দ্রুত Index করে।

  ✴দেশ ভিত্তিক এবং ভাষা কেন্দ্রিকভাবে কন্টেন্ট Index করে।

✴ব্লগের সবগুলো কন্টেন্ট মনিটরিং করে।

  ✴ব্লগ কন্টেন্ট Indexing এর রিপোর্ট তৈরি করে।

  ✴সাইট এর Spam এবং Malware মনিটরিং করে আপনার সাইটকে ফ্রেশ রাখে।

  ✴ব্লগ কন্টেন্ট এর গুনগত মান যাচাই করে।

   ✴কোন ধরনের কীওয়ার্ড ব্যবহার করে আপনার সাইটে ভিজিটর আসছে তার রিপোর্ট তৈরি করে।

এছাড়াও আপনার সাইট এর বিভিন্ন সমস্যা, এবং সমস্যাগুলো কোথায়, এইগুলোর রিপোর্ট তৈরি করে।

এছাড়া ও গুগল ওয়েবমাস্টার টুলকে SEO এর মুখ্য উপাদান বলা হয়। এই টুলটি আপনার সাইটের SEO এর জন্য প্রধান ভুমিকা পালন করে। তবে গুগল এখন তাদের ওয়েবমাস্টার টুল এর ফাংশনগুলোকে গুগল সার্চ কনসোল এ নিয়ে এসেছে। আর এ কারনেই আপনি আপনি ওয়েবমাস্টার টুল এ কাজ করতে গেলে গুগল আপনাকে  সার্চ পাঠিয়ে দেবে।

👉কিভাবে Google Webmaster Tools ব্যবহার করবেন?

গুগল ওয়েবমাস্টার টুলে কোন ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই সেটি নিজের সাইট হিসেবে প্রমান করতে হবে। এ কারনে আপনি গুগল ওয়েবমাস্টার টুলে কোন সাইট অ্যাড করার পরে তা আপনাকে ভেরিফাই করতে হবে। গুগল আপনাকে কিছু অপশন দিবে আপনার সাইট ভেরিফাই করার জন্য।

🔰HTML File Upload
🔰HTML Tag
🔰Google Analytics
🔰Google Tag Manager
🔰Domain Name Provider

👉HTML File Upload:

আপনার সাইট এ এইচটিএমএল ফাইল আপলোড এর মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সাইট কন্ট্রোল প্যানেল এর ইনফর্মেশন (Username & Password) থাকলেই হবে।

👉HTML Tag:

HTML Tag অপশনে একটি মেটা ট্যাগ দেয়া থাকে, এই ট্যাগটি কপি করে আপনার সাইট এর হোমপেজ এর <header> সেকশনে এবং <body> সেকশনের এর আগে বসাতে হবে।

👉Google Analytics:

এখানে আপনাকে Google Analytics অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার সাইট ভেরিফাই করতে হবে।

👉Google Tag Manager:

এখানে ও আপনাকে Google Analytics এর মত Google Tag Manager এর অ্যাকাউন্ট দ্বারা আপনার সাইট ভেরিফাই করতে হবে।

👉Domain Name Provider:

এখানে আপনার Domain Name Provider এর ইনফর্মেশন দিয়ে সাইট ভেরিফাই করতে হয়।

তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে HTML File Upload এবং HTML Tag এর মাধ্যমে আপনার সাইটকে ভেরিফাই করা।

  1. আপনার সাইট কে Google Webmaster Tool দ্বারা Index করতে https://www.google.com/webmasters/tools এই লিঙ্কে ভিজিট করুন।

Related Posts

11 Comments

মন্তব্য করুন