আসসালমুআলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন! আলহামুলিল্লাহ আমিও অনেক ভালো আসি তাই আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড টিপস। প্রিয় পাঠক আমি মানুষ আর মানুষ মাত্রই ভুল,তাই যদি কোথাও ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সোন্দর দৃষ্টি তে দেখবেন।
আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার,তবে অনেক সময় ই তা সম্ভব হয়ে ওঠে না। আর পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই share করে আপনার বন্ধুদের জানতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত তো থাকছেই।
বিশেষ দ্রষ্টব্য: টিউটোরিয়ালের দেখানো পদ্ধতি ব্যবহার করে কোন খারাপ কাজ করলে grathor টিম বা আমি নিজে কোনভাবেই দায়ী নয়।
টিউটোরিয়াল শুধু শিখানোর জন্য।
তো চলুন শুরু করা যাক:
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন:
ডাউনলোড করা হলে ওপেন করুন:
তারপর তাদের নীতিমালা গুলো পড়ে নে ভালো করে, এবং got it এ ক্লিক করুন।
এবার আপনাকে একটি ফেক কনভারসেশন তৈরি করতে হবে। সেটা করার জন্য স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করেন:
তারপর create chat এ ক্লিক করুন:
এবার আপনি যে আইডির সাথে ফেক চ্যাটিং তৈরী করতে চান সেই আইডির নাম এবং প্রোফাইল পিকচার দিন:
এবার আপনার ফেক চ্যাটিং টি তৈরি হয়েছে:
আইডির ভিতরে ঢুকুন এবং মেসেজ পাঠানোর জন্য এসএমএস লিখুন এবং আপনি এসএমএস পাঠিয়েছন সেটা দেখাতে চাই (sent) এবং সে এসএমএস পাঠাইছে দেখাইতে চাইলে (receive) এ ক্লিক করুন।
আশা করছি বুঝতে পারছেন,কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না।
আজকে এই পর্যন্তই। দোয়া করবেন যেন আগামীতেও আপনাদের জন্য এমন অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আসতে পারি।আর ততক্ষন গ্রাথর ডট কম এর সাথেই থাকুন।