64 টাকায় 5 জিবি/23 টাকায় 1 জিবি এছাড়া আরো দারুন দারুন অফার!

হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।আমি আপনাদের সামনে আজকে একটি গিফ্ট ট্রিক্স নিয়ে হাজির হয়েছি সেটির মাধ্যমে আপনি খুব সহজেই গ্রহণ করতে পারবেন।
বন্ধুরা আমি আপনাদের সামনে এয়ারটেলের কিছু অফার শেয়ার করব যেটি শুধুমাত্র এই ইউজার কারীদের জন্য
আপনি যখনপ্লে স্টোরে গিয়ে এয়ারটেল অ্যাপ লাইট লিখে সার্চ করবেন তখন আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তবে একটা কথা মনে রেখ এই অফার গুলো শুধুমাত্র এয়ারটেল সিইউজের কারীদের জন্যই প্রযোজ্য।

আপনি যখন এটেল লাইট অ্যাপ ওপেন করবেন। তখন আপনার এটেল সিমের নাম্বার টা খালি ঘরে পেস্ট করবেন। পেস্ট করে সেন্ড করবেন।সেন্ড করার পর আপনার সামনে একটি ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোড টা খালি ঘরে বসানো সাথে সাথে আপনার এয়ারটেল লাইটে অ্যাকাউন্ট খুলে যাবে।
তারপর আপনি এয়ারটেল অ্যাপ এর মধ্যে অনেকগুলো সেটিং দেখতে পারবেন আপনি চাইলে এটি বাংলা ভার্সনে ও ব্যবহার করতে পারেন এবং যদি ইংরেজি ভার্সনে ব্যবহার করতে চান তাও সম্ভব হবে। প্রথমে থাকবে টং অফার। এটা হচ্ছে আপনার যদি স্পেশালভাবে কোন অফার থাকে তাহলে শো করবে। Rate discount যখন আপনি এই অপশনে ক্লিক করবেন তখনকিছু নতুন নতুন অফার আপনার সাথে শেয়ার করবে তারা যেগুলো শুধুমাত্র এয়ারটেল অ্যাপ ইউজার কারীদের জন্য। তারপরের অপশনটা দেখতে পারবেন ইন্টারনেট অফার। এখানে বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার আছে খুব অল্প দামের মধ্যে ভালো ভালো রেটেল ইন্টার্নেট প্যাক আপনি চিনতে পারবেন এখান থেকে।

এরকম আরো অনেক অপশন আছে আপনি চাইলে খুব সহজেই পেতে পারেন এবং 23 টাকা দিয়ে 1 জিবি কিনতে পারেন, চৌচল্লিশ টাকা দিয়ে 2 জিবি কিনতে পারেন, এবং 50 টাকা দিয়ে 3gb প্যাক কিনতে পারেন। 16 টাকা দিয়ে 500 এমবি কিনতে পারেন।এবং এস্পেশাল অফারের মধ্যে 64 টাকা দিয়ে আপনি 5 জিবি কিনতে পারবেন সেটা আবার চার দিনের জন্য।

এছাড়া আরো বিভিন্ন ধরনের অফার রয়েছে এখানে আপনি খুব সহজেই এগুলো অল্প টাকার মধ্যে কিনতে পারবেন খুব ভালো ভালো অফার এবং অনেকদিন যাবত ব্যবহার করতে পারবেন এরকম অনেক অফার আছে এখান। আপনি চাইলে এখান থেকে খুব ভালো ভালো অফার গুলো বেছে বেছে নিতে পারেন।

Related Posts