বন্ধুরা কেমন আছেন?
আমিতো আছি তো মোটামটি ভালই আছি।আজ যে অ্যাপের নিয়ে রিভিউ নিয়ে এসেছি টা হল world cricket championship 2. এটা বুঝতেই পারছেন যে ক্রিকেটের গেম।দারুন একটা গেম।বর্তমান টপ পজিশনে আছে এই গেমটা। তো চলুন জেনে আসা যাক এই অ্যাপের ফিচার গুলি:
গেমটা next wave maltimidia এর বানানো একটি গেম।
প্রথমে একটা অপশন আসবে যেটা হল ব্যাটিং মাল্টিপুল।এটাতে আপনি বিশ্বের যেকোন প্রান্তের সাথে ক্রিকেটের স্কোরের খেলা খেলতে পারবেন।জার স্কন বেশি হবে সেই হবে উইনার।
তারপরে আসে npl action। এটা দিয়ে আপনি অনলাইনে প্লেয়াল বেচা কেনা করতে পারবেন।ভাবছেন কিসের পলেয়ার কেনা বেচা।আমরা জানি ipl – ভারতের অন্যতম ঘরোয়া টুর্নামেন্ট।সেটার নিলাম হবে এখানে।
এর পর আসে কুইক গেম।এখানে আপনি যেকোন টিমের সাথে খেলতে পারবেন।খেলাটা হবে ২ অভার,৫ ওভার,১০ ওভার,২০ ওভার,৫০ ওভার এর।আপনি যেটা খুশি সেটা খেলতে পারবেন।
এর পর আসে টেস্ট ম্যাচ:বুঝতেই পারছেন টেস্ট খেলতে পারবেন যেকোন দলের সাথে।খেলাটা হতে পারে ১৫ ওভার থেকে ৯০ ওভারের।খেলাটা হবে ৫ দিনের।সেই অনুপাতে ইনিংস গুলো হবে।
এর পর আসে টুর্নামেন্ট:এতে ঢুকলে প্রথমে আসে চ্যাম্পিয়ন্স শিপ।এখানে বিল্টজ টুর্নামেন্ট,world cup,২০ টি টুয়েন্টি ওয়র্ল্ড কাপ ,এশিয়া কাপ ইত্যাদি।
টুর্নামেন্টে এর পর আসে সিরিজ: এখানে আছে ওডিআই সিরিজ,টেস্ট সিরিজ,এসেজ টু এসেজে।
এর পর আসে লীগ:এখানে আছে npl leagu তার পর bpl,psl,big bash।
এর পর আছে
,
,
,
,আরো অনেক কিছু । সেটা গেমটা ডাউনলোড করলেই জানতে পারবেন।গেমের গ্রাফিক্স খুব ভালো ।কমেন্ট্রি হিন্দি এবং ইংলিশে আছে।গেমটা ২ মিনিয়নের বেশিবার ডাউনলোড করা হয়েছে।রেটিং ৪.৫।ক্রিকেট গেমের মধ্যে। এর ranking ২ ।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
[email protected]
প্লে স্টোর থেকে ডিলিট হলো বিপদজনক যত গেমস্ অ্যাপ !
দৈনন্দিন জীবনে আমাদের শখের বসেই হোক অথবা প্রয়োজনের বয়সেই হোক আমরা আমাদের এই এন্ড্রয়েড ফোনে নানা ধরনের সফটওয়্যার ইন্সটল করে...