আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন. আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক শেয়ার করব.
আপনারা অনেকেই জানেন না কিভাবে রিডমিক কিবোর্ডে নিজের ছবি লাগাবেন. আজকের ট্রিক্সের মাধ্যমে আপনার শিখতে পারবেন কিভাবে রিডমিক কিবোর্ডে ছবি সেট করবেন. রিডমিক কিবোর্ডে আপনার ছবি লাগিয়ে আরো সুন্দর করে নিন কিবোর্ডটি.
বন্ধুরা প্রথমে প্লে স্টোর থেকে রিডমিক কিবোর্ড ইন্সটল করে নিবেন এবং তার সাথে আরেকটি অ্যাপস ডাউনলোড করবেন apk permission remover নামের এই অ্যাপসটি ডাউনলোড করবেন. তারপরে অ্যাপস টি ওপেন করবেন আর পারমিশন গুলো অন করে দিবেন. তারপর একটি ইন্টারফেস শু করবে সেখানে দেখতে পাবেন open an app অপশনে ক্লিক করবেন. ক্লিক করার পরে আপনার সামনে আপনার মোবাইলে যত অ্যাপস রয়েছে সবগুলো করবে শো আপনি সেখান থেকে রিদমিক কিবোর্ড সিলেক্ট করবেন. তারপর পাশে দেখতে পাবেন ইমেজ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন. তারপর নিচের দিকে যাবেন সেখানে আরএসএস নামে দুটো অপশন পাবেন প্রথম টাতে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজার থেকে নিজের ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর সেম ভাবে নিচেরটাও করবেন. তারপর নিচে দেখবেন সেভ এন্ড রি-ইন্সটল অপশন আছে সেখানে ক্লিক করবেন. তারপরে অ্যাপসটা আবার ডিলিট করে ইন্সটল করবেন তারপর সেটিংসে গিয়ে রিদ্মিক কিবোর্ড টা সেট করে নেবেন এখন দেখবেন আপনার ছবি চলে এসেছে কিবোর্ডে.