আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন।
আমরা বর্তমানে সবাই ছাত্র।
আমাদের সবাইকে বই কিনে পড়তে হয়।আমারা সবাই মুখ দিয়ে বই পড়া আলসেমি কাজ মনে করি।
বন্ধুরা আমরা প্রায় প্রত্যকে অনলাইনে সময় নষ্ট করি।আমরা যদি ভারচুয়াল ইন্টারনেট এর মাধ্যমে পড়াশোনা করি তাহলে আমরা সহজে বই পড়তে পারি।
আজ আমি আপনাদের সামনে এমনি একটি এপ্লিকেশন নিয়ে এসেছি যার মাধ্যমে আপ্নারা আপনাদের ক্লাসের বই পড়তে পারেন। আবার এই বই আপনাকে অন্য কেউ পড়ে দেয় তো আর কথাই নেই হ্যা বন্ধুরা আপনাদের নিজেদের বই আর কষ্ট করে পড়তে হবে না। আজকের আপ্লিকেশন ই আপনার বই পড়ে দেবে।চলুন কিভাবে আপনার মোবাইল আপনার বই পড়ে দেই সেটা দেখে আসি।
তো আর কথা না বলে শুরু করা যাক।
আজকের এপ্লিকেশনটির নাম:Audio Book.
এই এপ্লিকেশন টি তৈরি করেছে:পাঞ্জেরী লিমিটেড।
প্রথমে আপ্নারা নিচের এই এপ্লিকেশন টি ডাউনলোড করবেন।
Application Link:https://play.google.com/store/apps/details?id=com.panjeree.ab
Application টি ডাউনলোড করার পর আপ্নারা সবাই ইন্সটল করবেন,ইন্সটল করার পর ওপেন দেবেন।
ওপেন দেওয়ার পর আপনার একধরনের ইন্টারফেজ আসবে আপনার কাছে যদি কোন Allow চাই তাহলে আপনি Allow দিবেন।
বই পড়ার আগে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন টি ওপেন করে নিবেন।
এবার আপনার কাছে জানতে চাওয়া হবে ‘আপনি কোন শ্রেণীতে পড়েন’?
আপনি যে শ্রেণিতে পড়েন সেটি সিলেক্ট করুন।
তারপর আপনি কোন ভার্শন এ শুনতে চান সেটি সিলেক্ট করুন।
আপনি যদি বাংলা শুনতে চান তাহলে বাংলায় ক্লিক করবেন ইংরেজি শুনতে চাইলে ইংলিশ ক্লিক করুন।
এবার আপনি যে বিষয়ের বই পড়া শুনতে চান তার উপর ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী বই পড়া শুনুন।
App Short Description :
App Name:Audio Book
Company Name:Panjaree Publication Limited
App Rating :4.0
Comment:Positive
App Size:1.8 Mb
App Permission :Google PalyStore
Version :2.0
Last Updated :1 March 2018
ধন্যবাদ আপনাকে কারণ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে এই পোষ্টটি পড়েছেন।