হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আজকে আমি আপনাদের জন্য এমন একটি স্ক্রিন রেকর্ডার নিয়ে আসছি যেখান থেকে আপনারা চাইলে গেমিং স্ক্রিন রেকর্ড করতে চান অথবা আপনারা যে কোন ধরনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন একদম ফুল HD তে 1080 পিক্সেল পর্যন্ত আপনারা ফুল HD রেকর্ডিং করতে পারবেন তাই আপনারা পুরোটা পড়তে থাকুন।
সর্বপ্রথম আসি অ্যাপটি ডাউনলোড করার কথা অ্যাপটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন ওপেন করার পর আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে ওখানে এলাও চাইতে পারে সেগুলো আপনারা পারমিশন এলাও করে দিবেন তারপর আপনাদের এ্যাপসটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনাদের ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল করার জন্য আপনারা একদম কোনায় দেখবেন সেটিং বাটন আছে সেটিং বাটনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ভিডিও রেজুলেশন নামক একটি অপশন পাবেন তারপর ঐখান থেকে 1080p সিলেট করে দিবেন তারপর আপনার back এ চলে আসবেন তারপর আপনারা কি করবেন অ্যাপ থেকে বের হয়ে আসবেন।
তারপর সরাসরি অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনাদের আবারো হোমে নিয়ে চলে আসবে তারপর আপনারা পাশে দেখতে পারবেন ছোট্ট বাটন চলে আসছে তারপর ঐখান থেকে ওই বাটনের উপর ক্লিক করে দিয়ে তারপর গোল একটা বাটন পাবেন সেটার উপর ক্লিক করে দিবেন সেটাকে বলা হয় Start বাটন যদি এভাবে না বুঝতে পারেন নিচে কয়েকটা ছবি দেওয়া আছে সেগুলো দেখে বুঝে নিবেন অথবা যারা আগেই স্ক্রিন রেকর্ডার করছেন তারা অবশ্যই জানেন যে কিভাবে এই ধরনের স্ক্রিন রেকর্ড চালু করতে হয়।
তারপর আপনাদের ওই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে মানে স্ক্রিন রেকর্ড হউয়া শুরু হবে।
এভাবেই মূলত আপনারা ফুল HD তে স্ক্রিন রেকর্ড করবেন।
ভালো থাকবেন সবাই আসসালামুয়ালাইকুম।