নিরাপত্তা ইস্যু পাশ কাটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের ৩ ধাপের ১ম ধাপ খেলতে ২২ তারিখ পাকিস্তানের বিমান ধরবে টাইগাররা। খেলবে শুধু মাত্র ৩ টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। পারিবারিক কারনে পাকিস্তান যেতে অনিচ্ছুক মুশফিকুর রহিম। নিষেধাজ্ঞা নিয়ে খেলার বাহিরে সাকিব আল হাসান। মাশরাফিও অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। তাই দলটা যে তারুন্য নির্ভর হবে তা আর বলার আক্ষেপ রাখেনা।
তবে তরুনদের ভীড়ে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ! তারুন্য নির্ভর এই দলকে উজ্জীবিত করতে এই দুজনকেই নিতে হবে বাড়তি দায়িত্ব!
কিন্তু যারা দায়িত্ব নিচ্ছেন অর্থাৎ তামিম, মাহমুদউল্লাহ! তারা কতটা দায়িত্ববান পাকিস্তানের বিপক্ষে(টি-টোয়েন্টি) চলুন দেখে আসি…..
তামিম ইকবাল খান ঃ
ম্যাচ সংখ্যা – ১২ টি।
সংগ্রহীত রান – ১৮৬
বল খেলেছেন – ১৫৫ টি।
স্ট্রাইকরেট – ১২০
এভারেজ – ১৫.৫
সর্বোচ্চ – ২৪
মাহমুদউল্লাহ রিয়াদঃ
ম্যাচ সংখ্যা – ১০ টি।
সংগ্রহীত রান – ৫৭
বল খেলেছেন – ৬৩ টি।
স্ট্রাইকরেট – ৯০.৪৭
এভারেজ – ৮.১৪
সর্বোচ্চ – ২২*
উইকেট – ২
কি হবে এখন?