আসসালামুয়ালাইকুম বন্ধুরা । সবাই কেমন আছেন । আমরা সবাই কম বেশি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি । কিন্তু অনেক সময় আপনারা সবাই ভুলবশত অথবা আমরা সবাই ভুলবশত আমাদের ফটোগুলো ডিলিট করে ফেলি । তখন আমরা অনুশোচনা করি কিভাবে ডিলিট হয়ে গেল এখন চিন্তা করে কিভাবে ফেরত পাব । তো এই মুহূর্তে অ্যাপস স্টোরে অনেকগুলো ফটো রিকভারি অ্যাপস আছে যেগুলো ৯৫% পার্সেন্ট কাজ করে না । তো আমরা 100% কাজ করে এরকম অ্যাপস দেখাবো যেটা দিয়ে আপনার হারিয়ে যাওয়া ফটো গুলো রিকভার করতে পারেন । তো যাই হোক আমরা সরাসরি চলে যাব প্লেস্টরে । প্লে স্টোরে গিয়ে আমরা এখানে টাইপ করব ডিস্ক ডিগার ফটো রিকভারি । এটা সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কম্পিউটার হার্ডডিক্স এর মত একটা লোগো আসবে এবং একটা সার্চ বাটন থাকবে লোগোটিতে । তো আমরা সেটা ইন্সটল করে নিব । এটা খুবই অসাধারণ একটা অ্যাপস যেটার দ্বারা আপনি হারিয়ে যাওয়া যেকোন ফটো যখনই আপনি হারান না কেন সেটা হয়তো আপনি এক বছর আগে হারিয়েছেন বা কতদিন আগে হারিয়েছেন যতগুলি ফটো আপনি ডিলিট করেছেন সবগুলো ফটো আপনি ফেরত পাবেন । তো যাইহোক আমরা ওপেন করছি । ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারছেন যে স্টার্ট ফটো বেসিক স্ক্যান , এটাতে ক্লিক করবেন । স্টার্ট ফটো বেসিক স্ক্যান যখন ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাউ একটা নোটিফিকেশন আসবে আপনারা এলাউ করে নিবেন । অ্যাপসটি দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি ফটো রিকভারি করে নিতে পারবেন । এ পর্যন্ত যতগুলো ফটো আপনি ডিলিট করছেন সবগুলো ফটো আপনি তাড়াতাড়ি রিকভার নিতে পারবেন । তো এখন কথা হচ্ছে আমরা এই ছবিগুলো কিভাবে ফেরত পাব । আপনি যে ছবিগুলো ডিলিট করেছেন অ্যাপসটি সবকিছু দেখিয়ে দিবে । যে ছবিটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা যেটা দিয়ে আমরা অনুশোচনা করছি সেই ছবিটির উপর ক্লিক করবেন । ছবিতে ক্লিক করে দেখবেন উপরে লেখা আছে রিকোভার বা ডাউনলোড বাটন আছে এটাতে আমরা ক্লিক করব । এখন ক্লিক করার পর তিনটা অপশন আসবে যেটা হচ্ছে আপনার যদি ড্রপ বক্স থাকে বা ইমেইল আমরা প্রত্যেকে ইউজ করি । যারা ড্রপবক্স ইউজ করেন তা ড্রপ বক্সে ফেরত পেতে পারেন আর যারা গুগল ড্রাইভ ইউজ করে আপনারা গুগল ড্রাইভে ফেরত পেতে পারেন । কিন্তুু আমি সাজেট করব আপনি ইমেইলে চলে যান । প্রথম অপশনটি আপনি যখন ক্লিক করবেন তখন নিচের দিকে আরো অপশন দেখা যাবে । যেটা সিলেক্ট করতে চান , তো আমি অবশ্যই ইমেইল সিলেক্ট করব । ইমেইল সিলেক্ট করার পর তো আমি ইমেইলে চলে যাব । ইমেইলে চলে গিয়ে কোন সাবজেক্ট দিব না শুধুমাত্র একটা অপশন সেন্ড করে দিব । সাথে সাথে আমার ইমেইলে ম্যাসেজ চলে আসবে আমার ডিলেট হয়ে যাওয়া ফটো রিকভারি । আমি ইমেইল চেক করতে যাব । আমরা যখন জিমেইলে যাব , জিমেইল এ যাওয়ার পর আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো টি ডাউনলোড করে নিতে পারবেন । আমি আশা করি এটি আপনাদের কাজে আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।