আসসালামুয়ালাইকুম বন্ধুরা/ভাইয়েরা কেমন আছেন আপ্নারা আশা করি আপনার অনেক ভালো আছ।
আর তোমাদের আর একটু ভালো করতে আমি চলে এসেছি। বন্ধুরা আমারা তো সবাই গুগোল ব্যবহার করে থাকি। গুগলে অনেক কিছু Search করে থাকি,এবং অনেক কিছু দেখে থাকি। আর আমরা প্রায় সকলেই জানি গুগলের কোন কিছু ব্যাবহার করতে একটি জিমেইল লাগে। যেমন গুগোল প্লেস্টোরে এবং প্লেস্টোরে একটি জিমেইল একাউন্ট ছাড়া ঢোকা সম্ভব না। আর আমরা প্রায় প্রত্যকে জিমেইল কিভাবে খুলতে হয় সেটা জানি। কিন্তু আমরা সকলেই জানিনা। কিভানে গুগোল আইডি কাড করতে হয়।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপ্নারা খুব সহজে গুগল আইডি কাড তৈরি করবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল দিয়ে।
তো আর কথা না বলে আজকের পোষ্টটা লেখা শুরু করা যাক।
আর আপ্নারা কোষ্ট করে পড়া শুরু করুন।
গুগোল আইডি কাড তৈরি করতে আপনার কি কি প্রয়োজন হবে?
একটি এন্ড্রইড মোবাইল, ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন, একটি ভালো ব্রাউজার।
কিভাবে আপ্নারা আপনাদের মোবাইল দিয়ে গুগল আইডি কাড তৈরি করবেন?
প্রথমে আপনার মোবাইলের গুগোল ক্রম ব্রাউজার টি ওপেন করবেন। ওপেন করার পর www.funjaki.com লিখে search করবেন।
অথবা নিচের লিংকে ক্লিক করবেন।
Google Id Card:
উপরের লিংকে ক্লিক করার আগে আপ্নারা আপনাদের জিমেইল টি লগিন অথবা আপনার আড্রেস আর পাসওয়াড দিয়ে সাইন আপ করে নিবেন।
এরপর আপনার সামনে এক ধরনের ইন্টারফেজ আসবে । আপনি এবার Genarate এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ইন্টারনেট কানেকশন এর উপর নির্ভর করে এখানে লোড হবে। আপনি এই ব্রাউজার এ কিছুক্ষন অপেক্ষা করুন। অপেক্ষা করার পর আপনার সামনে আর একটি ইন্টারফেজ আসবে।
এবার আপনার গুগোল আইডি কাডটি দেখতে পারবেন। এই আইডি কাড দিয়ে আপ্নারা অনেক কিছু করতে পারবেন। এবার আপ্নার আইডি কাড টি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের স্কিনের উপর হাল্কাভাবে চেপে ধরুন। এবারা ডাউনলোড অপশান আসবে। আপনি আপনার আইডি কাড টি আপনার মোবাইলের গ্যালারীতে ডাউনলোড করতে পারেন।
এভাবে আপনারা আপনাদের গুগোল আইডি কাডটি তৈরি করতে পারেন খুব সহজে।
আমাদের এই পোষ্টটি যদি আপ্নাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে থাকতে পারেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে আপ্নারা সবাই ভালো এবং সুস্থ্য থাকবেন।