হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আমাদের মধ্যে থেকে প্রায় কম বেশি সবারই এয়ারটেল সিম আছে সবাই প্রায় এয়ারটেল সিমে বর্তমানে বেশি ব্যবহার করে থাকে খুবই জনপ্রিয় এই এয়ারটেল সিম এবং আর এর সাথে আরেকটি আছে সেটা হল রবি সিম রবি এবং এয়ারটেল বাংলাদেশ জনপ্রিয় দুইটা সিম বললেই চলে।
কারণ এই দুইটা সিম প্রায় সকলেই ব্যবহার করে থাকে তবে আমি আপনাদের এই এয়ারটেল এবং রবি সিমের ৩ টি করে অফার আপনাদেরকে দিব খুবই চমৎকার চমৎকার তিনটি করে ইন্টারনেট অফার।
আর বন্ধুরা আপনারা এই চমৎকার চমৎকার তিনটি করে ইন্টারনেট অফার জানতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই পোস্টটি পড়বেন যদি অফার গুলো গ্রহন করতে চান।
তো বন্ধুরা এই অফার গুলো আমি কোডের মাধ্যমে এবং রিচার্জের মাধ্যমে দেখাবো এবং অ্যাপসের মাধ্যমে দেখাবো দুইটি মাধ্যমে দেখাবো কোডের মাধ্যমে দেখানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে অনেকে আছেন যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই বাটন ফোন যেগুলোতে ইন্টারনেট ব্যবহার করা যায় সেই ফোন গুলোতে কিভাবে নিবেন তার জন্যই কোডগুলো এবং আপনাদের যাদের এন্ড্রয়েড ফোন আছে তাদের জন্য সহজ ভাবে নেওয়ার পদ্ধতি অ্যাপসের মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো। সর্বপ্রথম দেখাবো কিভাবে বাটন ফোনের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ফোনের ক্ষেত্রে।
এয়ারটেল সিমের ৩ টি সেরা অফারঃ
১. ১জিবি + ৩০মিনিট মাত্র ৩৪টাকা রিচার্জে, মেয়াদ ৩ দিন! (এই অফারটি পেতে আপনাদেরকে ৩৪ টাকা রিচার্জ করতে হবে)
২. ১GB + ৩০মি, ৭দিন! (অফারটি পেতে আপনাদেরকে ২৭ টাকা রিচার্জ করতে হবে)
৩. ৩০ জিবি ইন্টারনেট মেয়াদ ৩০ দিন! মূল্যঃ ২২৯ টাকা (এই অফারটি পেতে আপনাদেরকে ২২৯ টাকা রিচার্জ করতে হবে)
এখন দেখে নেওয়া যাক রবি সিমের ৩ টি আকর্ষণীয় অফারঃ
১. ৫জিবি মেয়াদ ৭দিন। মূল্যঃ ১২০ টাকা (কিনতে চাইলে ডায়াল *212*760#)
২. ৪জিবি মেয়াদ ৭দিন। মূল্যঃ ১০০টাকা! (কিনতে চাইলে ডায়াল *212*760#)
৩. ২ জিবি ইন্টারনেট ৫৮ টাকায় মেয়াদ ৩ দিন (অফারটি পেতে হলে আপনাদেরকে ৫৮ টাকা রিচার্জ করতে হবে)
তো বন্ধুরা এখন দেখালাম আপনাদেরকে কিভাবে রিচার্জ এবং আপনারা কোড ডায়াল করে নিবেন।
এখন আপনাদের বলবো কিভাবে আপনি অ্যাপসের মাধ্যমে নিবেন এন্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজেই।
তো বন্ধুরা আপনাদেরকে দুইটি অ্যাপস লাগবে My Airtel এবং My Robi এই দুইটা অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনারা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
My Airtel:
https://play.google.com/store/apps/details?id=net.omobio.airtelsc
My Robi:
https://play.google.com/store/apps/details?id=net.omobio.robisc
তো বন্ধুরা এই দুইটা অ্যাপ সফটওয়্যার ডাউনলোড করে সরাসরি অ্যাপস টি অপেন করবেন আর আপনাদের নেট কানেকশন কিন্তু অবশ্যই অন থাকতে হবে তখন ওপেন করার পর আপনাদের নাম্বার দিয়ে অটোমেটিকেলি লগইন হয়ে যাবে লগইন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন মাই অফার নামক অপশন আছে তারপর My offer option এ চলে যাবেন দুইটি অ্যাপ থেকে একিভাবে My offer এ চলে যাবেন তারপর এই অফার গুলো আপনারা পেয়ে যাবেন সেখান থেকে Buy now এর উপর ক্লিক করবেন তাহলে আপনাদের প্যাকেজটি কেনা হয়ে যাবে।
তো বন্ধুরা আপনারা আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদের এয়ারটেল এবং রবি সিমে তিনটি করে অফর আরো ভালো লেগেছে।
তো বন্ধুরা আজকে পর্যন্ত আসসালামুয়ালাইকুম।