Cheap price backlink from grathor: info@grathor.com

ইন্টারনেট ব্যবহারের পাঁচটি সুবিধা কি কি

🎉 Get ৳10000 Bonus!

”’বিসমিল্লাহি রহমানের রাহিম”’

”’আসসালামুয়ালাইকুম”’

আশা করি আপনারা সবাই ভাল আছেন

আমার বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট শেয়ার করতে যাচ্ছি আশা করি পোস্ট টি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা পড়ে বুঝতে পারবেন যে
ইন্টারনেট ব্যবহারের পাঁচটি সুবিধা কি কি

তো শুরু করা যাক

এই পোষ্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ইন্টারনেট আমাদের জীবন টা কে কত টা পরিবর্তন করে দিয়েছে জীবনটা কে এবং দেশ টা কে পুরা পরিবর্তন করে দিয়েছে
ইন্টারনেট ছাড়া আমাদের কোন গতি নেই ইন্টারনেট না থাকলে আমাদের জীবন টা আগের প্রাচীন কালের যুগের মত থাকতো আর এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের জীবন টা সুবিধা হয়ে গেছে
ইন্টারনেট ব্যবহারের পাঁচটি সুবিধা নিচে আলােচনা করা হলাে
i . শিক্ষাব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম । ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষা সংক্রান্ত যেকোনাে তথ্য , | সার্চ দিয়ে মুহূর্তের মধ্যে পেয়ে যায় ।
ii . NCTB প্রণীত বইগুলাে হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেকোনাে শিক্ষার্থী ইন্টারনেট থেকে ডাউনলােড করে নিতে পারে ।
iii . পূর্বে বিভিন্ন ক্লাব , লাইব্রেরিতে শুধুমাত্র শারীরিকভাবে ছেলেমেয়েরা উপস্থিত থেকে অংশ নিতে পারত । এখন

ইন্টারনেটের দরুন সারাদেশের এমনকি সারা পৃথিবীর ছেলেমেয়েরা অনলাইন লাইব্রেরিতে অংশ নিতে পারে ।
iv. ইন্টারনেটের স্বনামধন্য বিভিন্ন সফটওয়্যার কোম্পানি যেমন — গুগল , মাইক্রোসফট , ইনটেল , ফেসবুক ইত্যাদিতে কাজ করার সুযােগ তৈরি করা সম্ভব হচ্ছে ।
v. ইন্টারনেট ব্যবহার করে বর্তমানে ঘরে বসেই বিভিন্ন চাকরির আবেদন করা সম্ভব । পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আসছে অর্থনৈতিক সাবলম্বীতা ।
অর্থাৎ দৈনন্দিন কাজগুলােকে আরও সহজ ও উপযােগী করতে | ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

ইন্টারনেট আমাদের পুরো পৃথিবী কে বদলে দিয়েছে

মানুষএখন চাওয়া আর আগে সবকিছু পেয়ে যায় মানুষের পরিশ্রমের অনেক কমে গেছে এখন মানুষ সবকিছুই সহজেই করতে পারে সুযোগ-সুবিধা ভোগ করতে পারে মানুষ ইন্টারনেটের কারণে
ইন্টারনেট আমাদের জীবন টা কে সুখময় করে দিয়েছে

আশা করি আপনারা সকলেই পোষ্টটির ব্যাপারে বুঝতে পারছেন
আমার যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের কে বোঝানোর জন্য

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন
মানুষ বলতে ভুল হতেই পারে আমার যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিয়েন

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো??

কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আমার আজকের পোস্ট টি পড়ার জন্য আপনা কে ধন্যবাদ

Related Posts

7 Comments

Leave a Reply