–কিছু বাস্তব কথা–
- এমন একটা সময় ছিলো..যখন কেউ একজন আপনাকে অনেক ভালোবাসতো।সব সময় আপনার খেয়াল রাখতো।আপনি একটু অসুস্থ হলে,সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসতো।বার বার এসএমএস করে জানতে চাইতো…
তুমি ভালো আছো তো..?
ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো..?
সারা দিন ই ফোন দিয়ে আপনাক বিরক্ত করতো।
তার এতো কেয়ারিং করা দেখে একটা সময় হয়তো আপনি ও তার প্রতি দূর্বল হয়ে পরলেন।
মনের অজান্তে আপনি ও তাকে ভালোবেসে ফেললেন।
তার এতো ভালোবাসা এত কেয়ারিং করা,একটা সময় দেখবেন, হুট করে সব কিছু পরিবর্তন হয়ে যাবে।
যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো।
একদিন কথা বললে পাগল হয়ে যেতো।
আপনার কন্ঠ না শুনলে যে ঘুমাতে পারতো না।
সে মানুষটা কিন্তু একদিন সব কিছু ভুলে যাবে।দিনের পর দিন আপনার সাথে কথা না বলেই থাকতে পারবে।
কি.. খুব অবাক হচ্ছেন তাই না?
অবাক হওয়ার কিছু নেই।
কারন কিছু মানুষ এমনই হয়।
যারা নিজের প্রয়োজনে মানুষকে ভালোবাসে,আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায়,তখন লাথি মেরে চলে যায়।
যে মানুষটার সাথে কথা বলার জন্য আপনি এসএমএস এর পর এমএসএম দিয়েই যাবেন।কিন্তু সেই মানুষটা আপনার এসএমএস টা সিন ও করবে না।
যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকতো।
কিন্তু একটা সময় দেখবেন, সেই মানুষটা আপনার ফোন রিসিভ করতে ও বিরক্তবোধ করবে।
তখন বুঝে নিয়েন সেই মানুষটা হয়তো এখন আর আপনার নেই।
হয়তো মুখে বলতে পারছে না,কিন্তু সে আপনার জীবন থেকে সরে যেতে চাইছে।
যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবতো।আপনাকে ছাড়া একটা মুহূর্তের জন্য থাকতে পারতো না।
সেই মানুষটা ই আপনাকে একদিন চিনে ও না চিনার ভান করে চলে যাবে।
কিভাবে আপনার কাছ থেকে দূরে সরে যাওয়া যায় তার জন্য বিভিন্ন অজুহাত খুঁজবে।
যে মানুষটা প্রতিটা কাজ করার আগে আপনার কাছ থেকে পারমিশন নিতো দেখবেন সেই মানুষটা ই আপনাকে দুই পয়সার দাম ও দিবে না।
কি .. খুব কষ্ট পাচ্ছেন তাই না?
কষ্ট পেয়ে লাভ নেই।কারন কিছু মানুষ এমনই হয়।
যারা নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে।
এই যে আপনাকেই বলছি।
কষ্ট না পেয়ে, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন।
হয়তো আপনার জন্য এরচেয়ে ভালো কেউ অপেক্ষা করছে।
নিজেকে সামলে নিতে শিখুন।
যে আপনাকে মন থেকে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না।
হাজার কষ্ট দিলে ও সে আপনার কাছেই ফিরে আসবেই।সারা জীবন আপনাকেই ভালোবাসবে।