আসসালামু আলাইকুম বন্ধুরা,
আশাকরি সকলে ভালো আছেন। আপনাদের সামনে আজ নতুন একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। এই ট্রিক্সটি মূলত মোবাইল ইউটিউবারদের জন্য। যদি আপনি মোবাইল ইউটিউবার হয়ে থাকেন, অনুরোধ রইল পুরো পোস্টটি পড়ার জন্য। এখন অনেকেই ইউটিউবিং করে থাকেন। কেউ বা মোবাইলে কেউ বা পিসি দিয়ে। আপনাদের যাদের পিসি নেই তারা ইউটিউবে ভিডিও খুব একটা ভাইরাল করতে পারেন না। তাই আমি মনে করি আজকের ট্রিকসটা আপনাদের ভিডিও ভাইরাল করতে সাহায্য করবে।
মোবাইলে যারা ইউটিউবিং করেন তারা সচারাচর প্লে স্টোর থেকে ভাইরাল ভিডিওর ট্যাগ গুলো দেখার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন। কিন্তু তাতে বোঝা যায় না কোন ট্যাগ গুলো রেঙ্ক করেছে। অন্যদিকে যারা পিসি ইউজ করেন তাঁরা VidIQ বা Tubebuddy দিয়ে ভাইরাল ট্যাগ গুলো দেখতে পারেন। পিসিতে VidIQ বা TubeBuddy ব্যবহার করার জন্য ক্রোম এক্সটেনশন থেকে ডাউনলোড করে নিতে হয়। কিন্তু মোবাইলে তো ক্রোম এক্সটেনশন নেই। তাহলে কিভাবে আপনারা VidIQ মোবাইলে ইউজ করতে পারবেন আজকে সেটাই দেখাবো। তার সাথে একটু অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার এই ট্রিক্স টি সবার সাথে শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
আপনি যদি VidIQ আপনার মোবাইলে ব্যবহার করতে চান তাহলে পিসির মতো মোবাইলে ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু হবে না। এজন্য আপনাকে Yandex ব্রাউজার ইনস্টল করে নিতে হবে।
প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Yandex Browser
তারপর এটি ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে ব্রাউজারটি ওপেন করুন এবং VidIQ লিখে সার্চ করুন।
নিচে দেওয়া ছবির মত প্রথমটাতে ক্লিক করুন।
এরপর পাশে “Add to chrome” এ ক্লিক করুন।
এবার Add Extension এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
এটি ব্যবহার করার জন্য ইউটিউব ডট কম এ যান। এরপর নিচের দিকে যে তিনটা ডট আছে তাতে ক্লিক করে নিন।
desktop version এ করুন।
এরপর কোন একটি ভিডিও চালু করে দেখুন নিচে VidiQ এর লগ ইন অথবা রেজিস্টার এর অপশন চলে এসেছে।
এর পর আপনাকে আপনার ইমেইল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।
রেজিস্টার করা হয়ে গেলে আপনার দেওয়া ইমেইল করে ভেরিফাই করে নিন। এটি ব্যবহার করে আপনি ইউটিউবে রেঙ্ক করা ট্যাগ গুলো দেখতে পারবেন। সেগুলোর পাশে # দিয়ে কত নাম্বার হয়েছে তা লেখা থাকবে । আপনি সেই ট্যাগ গুলো আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন।
বি দ্র : একইভাবে Tubebuddy ও মোবাইলে ইউজ করা যাবে।
তাহলে আজ এতটুকুই,আবার নতুন কোন ট্রিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবার কথা সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।