বিসমিল্লাহির রহমানীর রহিম
আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ
আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই আমরা বিভিন্ন সাইটে কাজ করি লেখালেখির এবং এই লেখালেখি করার পর একটা একটা করে গুনতে হয় কয়টা ওয়ার্ড লিখলাম তার কারণ অনেক সাইটে তিনশত ওয়াড চায় অনেক সাইটে চার শত ওয়ার্ড চায় এই জন্য আমাদেরকে লেখার পরে ওয়ার্ডগুলো গুনতে হয়
এমন যদি হয় আপনি নিজে লিখলেন এবং একটি অ্যাপস আপনাকে গুনে দিল আপনি কতটি ওয়ার্ড লিখেছেন তাহলে বিষয়টি মনে হয় সবার কাছে ভালো হবে আমি মনে করি কারণ গুনতে গেলে সময়ের প্রয়োজন হয় আর সে কাজটা যদি আপনি লেখার সাথে সাথে একটি অ্যাপস আপনাকে জানিয়ে দেয় আপনি কত ওয়ার্ড লিখেছেন তাহলে অনেক সময় বেঁচে যায়
এর জন্য আপনাকে যা করতে হবে প্রথমে প্লে স্টোরে যেতে হবে তারপর সার্চ বক্সে টাইপ করুন নোট বস লিখে সার্চ করুন তাহলে আপনি একটি অ্যাপস পেয়ে যাবেন সেটি কি আপনি ডাউনলোড করে ইন্সটল করুন আপনার ফোনে এবং আপনি সেটি ওপেন করুন
ওপেন করার পর যেগুলো পারমিশন চাবে সেগুলো সব এলাও করে দিন
এরপর আপনি নতুন পেজে লেখা শুরু করে দিন লেখার সময় উপরে দেখতে পাবেন তিনটি অপশন আছে একটিতে লেখা আছে ক্যারেক্টার আরেকটিতে আছে ওয়ার্ডস আরেকটিতে আছে বাইটস
তো আপনি লিখবেন আর দেখবেন কত ক্যারেক্টার লিখলেন এবং কত ওয়ার্ড হল আপনার যত ওয়ার্ডের প্রয়োজন আপনি তা খুব সহজে লিখতে পারবেন
গুনার কোন প্রয়োজন নাই সুতরাং আমাদের অনেক সময় বেচে যাবে এবং এই কাজটি আমরা তাড়াতাড়ি যেখানে জমা দেয়ার সেখানে জমা করে দিতে পারব
প্লে স্টোরে আপনি অনেকগুলো অ্যাপস পাবেন কিন্তু এটাই বেস্ট অন্য অ্যাপস দিয়ে কাজ করলে হয়তো সমস্যা হতে পারে তাই আপনারা এই অ্যাপসটি ব্যবহার করুন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি
এভাবে প্রতিদিন আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিপস নিয়ে হাজির হব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে আপনারা আমায় উৎসাহ করলে আমি আরো অনেক ভাল কিছু আপনাদের জন্য তৈরি করব বা পোস্ট করব শুধু চাই আপনাদের উৎসাহ আর কিছুই না
আজ এই পর্যন্তই কথা হবে আবার অন্য কোন টপিকস নিয়ে বা অন্য কোন পোস্টে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ
সুস্থ থাকুন নিরাপদে থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন তাহলেই আমরা এই মহামারী থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ