Cheap price backlink from grathor: info@grathor.com

‘পেটাল সার্চ উইজেট ফাইন্ড অ্যাপস’নিয়ে এলো হুয়াওয়ে

আসসালামু আলাইকুম বন্ধুরা,কেমন আছেন?আশাকরি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভাল আছেন।আজকে আমি আপনাদের জানাব বিশ্বের শীর্ষস্হানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্টান হয়াওয়ের নিয়ে আসা নতুন একটি অ্যাপস সম্পর্কে।

বিশ্বে শীর্ষস্হানীয় নির্মাতা প্রতিষ্ঠান হয়াওয়ে নিয়ে এলো ‘পেটাল সার্চ উইজেট ফাইন্ড অ্যাপস’।বিশ্বের শীর্ষস্হানীশ সার্চ ইঞ্জিনগুলোর সাথে যৌথ অংশীদারিত্বে তৈরী হওয়া এই অ্যাপ গ্রাহকদের উদ্ভাবনী ও বৈচিত্র্যপূর্ণ সার্চ অভিজ্ঞতা দিবে।এই অ্যাপস সার্চ উইজেট থেকে দশ লাখের বেশি অ্যাপস ডাউনলোড করা যাবে।বাংলাশী গ্রাহকরা হুয়াওয়ের অ্যাপগ্যালারী থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ(বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন,হুয়াওয়ে সবসময় গ্রাহকদের নতুন কিছু বৈচিত্র্যময় ও সেরা সেবাটি দিতে অঙ্গীকারাবদ্ধ।তাই এই অ্যাপসের মাধ্যমে হুয়াওয়ে গ্রাহকরা তাদের ডিভাইসে প্রয়োজনীয় সকল কিছু খুঁজে পাবেন।
হুয়াওয়ের অ্যাপগ্যালারী থেকে প্রতিমাসে ৪২ কোটি গ্রাহক সেবা নিয়ে থাকেন।পাশাপাশি এই ‘পেটাল সার্চ ফাউন্ড উইজেট অ্যাপস’এর মাধ্যমেও গ্রাহকরা তাদের প্রয়োজনীয় যেকোন অ্যাপস ডাউনলোড করতে পারেন।এছাড়াও ফোন ক্লোন করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রয়োজনীয় অ্যাপস,ডাটা,ফাইলস ও ছবি স্থানান্তরের সুবিধা থাকছে।অ্যাপটির ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা অ্যাপসংক্রান্ত কাঙ্ক্ষিত তথ্যের সবচেয়ে সুনির্দিষ্ট ও প্রাসঙিক ফলাফল পাবেন।সার্চ উইজেটটি অ্যাপগ্যালারীর সাথে সংযোজিত।তাই অ্যাপটি থেকে সার্চ দিলে অ্যাপগ্যালারী থাকা সবচেয়ে উপরের অ্যাপসটি দেখা যাবে।এখন প্রতি সপ্তাহেই অ্যাপগ্যালারীতে শত শত অ্যাপ সংযোজিত হচ্ছে।পাশাপাশি এই সার্চ উইজেটটি হুয়াওয়ে ডিভাইস ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে।পাশাপাশি হার্ডওয়্যার সম্পর্কিত প্রযুক্তিগত সুরক্ষা ও নিরাপত্তাও নিশ্চিত করবে অ্যাপটি।’পেটাল সার্চ উইজেট ফাইন্ড অ্যাপস’টি বর্তমানে ৪০ টিরও বেশি ভাষাসহ ৪৫ টি দেশ ও অঞ্চলে পাওয়া যাচ্ছে।ভবিষ্যতে উইজেটটি আরো বেশি দেশে ও বিস্তৃত আকারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।অ্যাপটি আরো অনেক সুযোগ-সুবিধা যোগ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানের।এটা এখন যারা হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহার করেন তাদের মোবাইলের অ্যাপগ্যালারী থেকে ‘পেটাল সার্চ ফাইন্ড অ্যাপ’ নামে সার্চ দিয়ে ডাউনলোড করা যাবে।

আমার পোস্টটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন।ধন্যবাদ।

Related Posts

7 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No