সাধারণ জিজ্ঞাসাঃকিভাবে ওয়াইফাই হ্যাক করবেন।কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন।
আপনি যদি আজকের এই শিক্ষামূলক পোস্ট অর্থাৎ কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন এই টিঊটোরিয়ালটি দেখতে চান তাহলে দয়া করে পোস্টটি থেকে প্রাপ্ত জ্ঞানকে অনৈতিক কাজে লাগাবেন না। অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করা মোটেও ভালো কাজ না। এতে ভদ্রতার সীমা লংঘন হয়। কাজেই এটি করা থেকে দূরে থাকবেন। আজকে একটি শিক্ষামূলক পোস্ট কিভাবে একটি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন আপনাদের মাঝে দেখাবো। আর কতগুলো ট্রিক্স আছে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার।
কি কি দরকারঃএর জন্য কেবল
১/ একটি এন্ড্রয়েড ফোন
২/ ইন্টারনেট নেটওয়ার্ক দরকার।
মনে রাখবেন কোন এপ্লিকেশন ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন না। বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াইফাই হ্যাক নিশ্চয়ই দেখে থাকবেন কিন্তু এগুলো ভুয়া। এবং এটা সম্ভব না। আপনার এন্ড্রয়েড ফোনে অথবা ল্যাপটপে ওয়াইফাই হ্যাক করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট কানেকশন থাকলে আপনি এই ট্রিক্স এর মাধ্যমে ঠিক সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন।
অবশ্যই পড়বেনঃ১/Telegram থেকে ইনকাম করুন মাসের ১৫০০০-২০০০০ টাকা
২/প্লে স্টোরে এপ ইন্সটল রিওয়ার্ড নিন মাসে ৩-৫ ডলার ক্রেডিট। ১০০% প্রুফসহ একদম ফ্রীতে।
যদি আপনার ফোন অথবা পিসি এর সাথে ওয়াইফাই কানেক্টেড থাকে তাহলে হ্যাক করতে পারবেন। অনেক সময় আপনার কোন বন্ধু বা পাশের প্রতিবেশী আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড মোবাইলে সেট করে দিয়ে যায়। কিন্তু আপনি সে পাসওয়ার্ডটি দেখতে পান না কেননা এন্ড্রয়েড ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড সেট করা থাকলে সেই পাসওয়ার্ডটি কখনো দেখা যায় না। সে ক্ষেত্রে এই ওয়াইফাই পাসওয়ার্ড বের করার অসাধারণ ট্রিক্স রয়েছে। সেটি হলঃ
এন্ড্রয়েড ট্রিক্সঃ
প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজার এ গিয়ে 192.168.0.1 এই আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিতে হবে। সাধারণত বেশিরভাগ ওয়াইফাই রাউটার TP-Link,Tenda থাকে।
কাজেই আপনি যে আইপি এড্রেসটি ব্রাউজারে সার্চ করবেন এটি সার্চ করার পরই, আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড এর মাধ্যমে লগিন করতে বলবে। ঠিক এরকম নিচের মত একটি ইন্টারফেস আসবে। এক্ষেত্রে আপনি ইউজার নেম এর জায়গায় admin এবং পাসওয়ার্ড এর জায়গায় admin লিখে লগইন করুন।যদি এখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে না পারেন তাহলে বুঝবেন রাউটার এর ব্যবহারকারী পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ করা থাকে না। যদি আপনার নিজস্ব ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে চান, তাহলে চাইলে ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে তারপর আপনার রাউটারের সেটাপ বাটনে ক্লিক করুন সাথে সাথে আপনাকে নতুন পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে।পাসওয়ার্ড admin না লিখে কেবল Password লিখলেও আপনি লগইন করতে পারেন।
কোনভাবে লগিন হয়ে গেলে আপনাকে প্রথমে নিচের চিত্রের জায়গায় ক্লিক করতে হবে।
এরপর Wifi Security তে ক্লিক করতে হবে। ঠিক ক্লিক করার পর পরই আপনাকে নিচের চিত্রে দেখানো বক্সে ওয়াইফাই পাসওয়ার্ড দেখা যাবে। সেখানে Show Password এ ক্লিক করলে আপনি পাসওয়ার্ড শো করতে পারবেন। এই পোষ্টের মাধ্যমে আপনি পাসওয়ার্ড বের করতে পারেন।
কম্পিউটার ট্রিক্সঃ
প্রথমত আপনাকে ওয়াইফাই বাটনে ক্লিক করতে হবে যেটা ল্যাপটপের একদম নিচের ডান পাশে থাকে।
ক্লিক করার পরে আপনি আশেপাশের ওয়াইফাই গুলো দেখতে পারবেন। যে ওয়াইফাই কানেক্ট থাকে অথবা ডিসকানেক্ট থাকে সে ওয়াইফাই কানেক্ট থাকা ওয়াইফাই এর নিচে থাকা Network & internet Connection অপশনটিতে ক্লিক করবেন।
তারপর আপনাকে সরাসরি ফাইল ম্যানেজার এর Wi-Fi অপশনটিতে নিয়ে আসবে।
এক্ষেত্রে Wi-Fi নামক ফাইলটিতে মাউস এর ডান অ্যারো বাটন দ্বারা ক্লিক করেন, তারপর কতগুলো অপশন আসবে এরমধ্যে Status অপশনটিতে ক্লিক করুন। তারপর একটি নতুন ইন্টারফেস আসবে সেখানে Wireles Properties অপশনটিতে ক্লিক করবেন।
পরবর্তীতে নেটওয়ার্ক সিকিউরিটি কি অপশনটি তে ক্লিক করবেন। তারপর Network Secuirity Key দেখতে নিচে থাকা Show Password অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনাকে পাসওয়ার্ডটি দেখাবে। কাজেই ল্যাপটপে পাসওয়ার্ড শো করাতে পাসওয়ার্ড দেখতে একদম সোজা।
আজকের টিউটোরিয়ালটি আপনাদেরকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার উদ্দেশ্যে দেখালাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি ব্লগে। নিচের লিংকে থাকা পোস্টগুলো দেখতে ভুলবেন না। ধন্যবাদ। খোদা হাফেজ।