হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালই আছেন।
✍️ বন্ধুরা আমরা সকলেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি
রং আমাদের সকলের এন্ড্রয়েড ফোনে কিন্তু ফিংগার লক থাকে না।আমরা যারা 2019 সালের আগে এন্ড্রয়েড ফোন কিনেছি তাদের বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই ফিংগার লক টি পাওয়া যায়নি। কিন্তু বর্তমান সময়ে প্রতিটি ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক আছে।
✍️তাই আমি আপনাদের সামনে আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যেটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে কোন নরমাল ফোনকে ফিঙ্গারপ্রিন্ট লক করে নিতে পারবেন খুব সহজে
✍️আমরা ইতিমধ্যে দেখেছি অনেক ফোন আসে যে ফোনের ওপরে অংশে ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট লকটি সেটআপ করা আছে
আমি আজকেই সেরকমই একটি অ্যাপ্লিকেশন এর সাথে পরিচয় করিয়ে দিব এবং প্রমাণসহ দেখিয়ে দিব যে কিভাবে এখানে ফিঙ্গারপ্রিন্ট লক করে নিতে পারবেন আপনার যে কোন ফোনে।
এটার জন্য করনীয়
✍️অবশ্যই আমার এই লিংকের মাধ্যমে
https://play.google.com/store/apps/details?id=com.smarttool.fingerprint
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করে যদি কোন জেলায় চাই আপনার কাছে তাহলে অবশ্যই সবগুলোই এলাউ করে দিবেন।
✍️তারপর আপনার ফিংগার প্রিন্ট সিম্বল চাইবো। আপনি আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট চাম্বল দিয়ে দিবেন। এরপরে আপনি ওকে করে দিবেন।
এর পরে আপনি ফোনটা লক করে আবার আনলক করবেন।
তখনই আপনি দেখতে পারবেন আপনার ডিসপ্লের উপরে একটি ফিঙ্গারপ্রিন্ট এর মতো আয়োজন চলে আসছে। যখন আপনি সঠিক ভাবে আপনার হা তুই ফিঙ্গার বক্সের উপর বসাতে পারবেন তখনই আপনার লক্ষ্যে খুলে যাবে।
এই অ্যাপ্লিকেশনের উপকারিতা গুলো:
✍️এই অ্যাপ্লিকেশনের উপকারিতা হলো আপনি যদি আপনার ফোন কোথাও রেখে যান তাহলেই ফোনটি দ্বিতীয় কোন ব্যক্তি ব্যবহার করতে পারবে না।কারণ আমরা ইতিমধ্যে জানি যে পৃথিবীর কোন ব্যক্তির সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনা কোন ব্যক্তির।
✍️আমাদের ফোনে আমাদের গোপনীয় অনেক তথ্য থাকে যেগুলো সংরক্ষণ থাকবে এই টিপসটি ব্যবহার করলে।
এই অ্যাপ্লিকেশনের অপকারিতা:
✍️যে জিনিস এর উপকারিতা আছে ঠিক প্রত্যেকটি জিনিসের আবার একটি অপকারিতা বার নেগেটিভ সাইট রয়েছে।অ্যাপ্লিকেশনের নেগেটিভ সাইট হলো আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে ম্যাচ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটি আপনি আনলক করতে পারবেন না।তাই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এডজাস্ট করার সময় খুব সতর্কতার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করতে হবে।
✍️তাই অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট সেট আপের বিষয়টি খুব মনোযোগ সহকারে এবং সতর্কতার সাথে কার্য সম্পাদন করতে হবে।