হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।
গত কয়েকমাস আগে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে অফিসিয়ালি যুক্ত হলো চাইনিজ ব্র্যান্ড REALME .
আসার পর থেকেই C2, C3, 5i এবং 6i রিলিজের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
এরই ধারাবাহিকতায় তারা দেশের মার্কেটে আগামি ২২শে জুলাই রিলিজ করতে যাচ্ছে Realme C11 ও Realme 6
তো চলুন জেনে আসা যাক Realme C11 এবং Realme 6 এর ফিচারসমূহ।
Realme C11:
এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন।
Ram: 2gb.
Rom: 32gb
প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক এর Helio G-35 (Octacore 2.3 GHz, Cortex A-53)
Android 10 অপারেটিং সিস্টেম, সাথে থাকছে Realme UI 1.0
ডিসপ্লে সেকশনে থাকছে
6.5 inch hd+ IPS LCD Display যা এই বাজেটের সাথে মানানসই।
১৯৬ গ্রাম ওজনের ফোনটির বেকসাইড এবং ফ্রেম থাকছে প্লাস্টিকের।
ক্যামেরা সেকশনে পিছনে রিয়ার ক্যামেরা থাকছে 13mp এবং 2mp এর দুইটি ক্যামরা।
আবার সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 5mp এর ক্যামেরা।
এখন আসি ফোনটির মূল আকর্ষন ব্যাটারিতে।
ফোনটিতে থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটরি যা চার্জ করার জন্য থাকছে 10w এর নরমাল চার্জার।
তাছাড়াও 3.5 mm হেডফোন জ্যাক থাকছে।
কিন্তু ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না , তার জায়গায় ফেস আনলক থাকবে
ফোনটির প্রাইস ২২ তারিখ দুপুর ১২টায় জানা যাবে। তবে আশা করা হচ্ছে ৮০০০-৮৫০০ টাকার মত হবে ফোনটির প্রাইস।
আমার মতে, ৮০০০ টাকার ভিতরে হলে ফোনটি সেরা হবে।
Realme 6:
মিড বাজেটের অন্যতম সেরা ফোন হলো Realme 6.
১৯১ গ্রাম ওজনের ফোনটির বেকসাইড এবং ফেম থাকছে প্লাস্টিকের। সাথে থাকছে Gorilla Glass 3 এর প্রোটেকশনসহ ফ্রন্ট গ্লাস।
ডিসপ্লে সেকশনে থাকছে,
6.5 inch fhd+ IPS LCD প্যানেল। এবং সাথে থাকছে পান্ঞহোল ক্যামেরা যা রিয়েলমির গতানুগতিক নচ ডিসপ্লে থেকে ডিফারেন্ট। তাছাড়াও থাকছে 90Hz এর ডিসপ্লে যা দিয়ে আপনি ব্রাউজিং করার সময় স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন।
ফোনটির বেইজ ভ্যারিয়েন্টে থাকছে
Ram: 4gb
Rom: 64gb
সাথে থাকছে মিডিয়াটেক এর শক্তিশালী গেমিং চিপসেট Helio G-90t. যা দিয়ে আপনি PUBG smooth+extreme settings এ খেলতে পারবেন। তাছাড়াও যেকোনো গেম আপনি হাই গ্রাফিক্সেে খেলতে পারবেন।
মোবাইলটির ব্যাকসাইডে পাবেন ৪টি ক্যামেরা।
যার প্রাইমারি ক্যামেরা থাকছে 64mp এর যেখানে থাকছে samsung এর GW1 সেন্সর।
সাথে আছে 8mp এর ultrawide, 2mp এর depth এবং 2mp এর macro ক্যামেরা।
ফোনটি দিয়ে আপনি 4k video Record করতে পারবেন।
বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত হবে ক্যামেরা।
সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16mp এর পান্ঞহোল ক্যামেরা।
ফোনটিতে থাকছে 4300 mAh এর ব্যাটারি যা চার্জ দিতে বক্সে থাকছে 30 watt এর fast charger, যা দিয়ে আপনি ৫৫ মিনিটে ফুলচার্জ করতে পারবেন।
অপারেটিং সিস্টেম Android 10, সাথে Realme UI 1.0 থাকছেই।
ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড ; অর্থাৎ পাওয়ার বাটনের সাথে সেন্সরটি যুক্ত করা থাকবে। আরও 3.5 mm হেডফোন জেক।
ফোনটির প্রাইস এখনও জানা যায় নি। তবে আশা করা যায় বেইজ ভেরিয়েন্ট ১৯০০০-২০০০০ টাকার মধ্যে হবে। আমার মতে, ১৯০০০ টাকা যদি বেইজ ভেরিয়েন্ট ধরা হয় তাহলে তা এই বাজেটের সেরা ফোন হবে।
ফোনদুইটির প্রাইস কত হতে পারে এবং ফোনগুলোর ভালো ও খারাপ দিকগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।