স্বাধীনভাবে কথাবার্তা বলা স্বাধীনভাবে চলাফেরা করার একমাত্র মানুষই হল বন্ধু। বন্ধু এমন এক ব্যক্তি যার সাথে আপনি আপনার মনের সব ধরনের কথা শেয়ার করতে পারবেন সেটা খারাপ হোক বা ভাল আপনি কোন ভালো কাজ করলেও অথবা খারাপ কাজ করলেও সেটা শেয়ার করেন একমাত্র বন্ধু সাথে নির্দ্বিধায়।
আপনি হয়তো আপনার প্রিয় বন্ধুটিকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন অনেক কথা মনে করেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কথা আপনি তখনই একজন ভালো বন্ধু পাওয়ার আশা আপনি করতে পারেন, যখন নিজেকে কারো ভালো, বন্ধুতে পরিণত করতে পারবেন।।।
আপনি যদি কারো ভালো বন্ধু অথবা ঘনিষ্ঠ বন্ধু হতে চান তাহলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো আপনি তার সাথে কত সময় দিয়েছেন তার সাথে কিভাবে কথা বলছেন তার সাথে আপনার আচরণ কেমন। তার কাছে আপনি ভালো বন্ধু হতে হলে আপনার ও আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হল। তাকে বেশি করে সময় দিন তার ছোটখাট কাজে আপনাকে সাহায্য করতে হবে, তার বাড়ির লোকের খোঁজখবর নিতে হবে, এমনকি তার বাড়িতেও যাতায়াত থাকতে হবে, আপনারপ্রতি তার একটা যত্ন চলে আসবে।। এভাবে কার সাথে সময় দিন এবং তার খোঁজখবর রাখুন দেখবেন আপনার প্রতি তার একটা টান চলে আসবে এবং আপনাকে সে আগের থেকে অনেক অনেক বেশী ঘনিষ্ঠ হয়ে পড়েছে অন্যদের কাছে ভালো বন্ধু হওয়ার একটা উপায় হলো তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো।।
সুতরাং উপরোক্ত গুণাবলী যদি কোন ব্যক্তির ভিতরের উপস্থিত থাকে এবং সেটা যদি এসব নিয়মগুলো মেনে চলে তাহলে সে যে কারো প্রকৃত বন্ধু এবং ঘনিষ্ঠ বন্ধুত্ব পরিনত হয়ে যাবে এবং সবাই তাকে প্রিয় বন্ধু হিসেবেই ধরে।। নিবেন ওনাদের কাছে প্রিয় বন্ধু হওয়ার এটাই হল সেরা কৌশল আপনিও যদি কারো নিকট সেরা অথবা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে চান তাহলে এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন তুমিও কারো না কারো জীবনে সেরা অথবা নিউ বন্ধু হয়ে উঠবেন।।
ঘরোয়া উপায়ে কীভাবে ত্বক উজ্জ্বল করবেন?
আশা করি সবাই ভালো আছেন।চেহারা শব্দ টি অনেক মূল্যবান। ত্বক সুন্দর করতে কে না ভালোবাসে।এ ত্বক উজ্জ্বল অবস্থা বজায় রাখতে...