বর্তমানে মোবাইলে গেমস খেলা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। গেমস খেলতে আমরা কে না পছন্দ করি কিন্তু সব মোবাইলে সবসময় গেমস খেললেই যায় না যদি তা কম প্রাইজ এর মধ্যে হয় তাহলে তো কোন কথাই নেই গেমস খেলা শুরু করতে না করতেই না ধরণের সমস্যা তৈরি হয়। যেমন: গমেস ল্যাগিং করবে আবার ডিভাইস টি হ্যাংআউট হয়ে যায়। এছাড়াও নানা ধরণের সমস্যা তৈরি হয়। কিন্তু আমরা যদি অনেক কম প্রাইজের মধ্যে অনেক ভালো গেমিং স্মার্টফোন পাওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। চলুন আজকে পরিচয় হওয়া যাক সবচেয়ে কম প্রাইজের গেমিং মোবাইলের সাথে হাঁ আমি Realme C3 এর কথা বলছি। এটি বর্তমানে কম প্রাইজে সবচেয়ে ভালো গেমিং স্মার্টফোন।
কি থাকছে এতে
• প্রথমে যদি ব্যাটরির কথা বলা হয় এর ব্যাটারি থাকছে 5000mAh। যা ফলে আপনার মোবাইলে চার্জ থাকবে অনেকক্ষণ আপনি কমপক্ষে ৮-১০ ঘন্টা যেকোনো গেমস খেলতে পারবেন । ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন।
• এই স্মার্টফোনটিতে থাকছে ৩ জিবি Ram এবং ৩২ জিবি Rom। যার ফলে গেমস খেলতে আপনার কোন সমস্যা হবে না। কোন প্রকার ল্যাগিং ছাড়াই গেমস খেলতে পারবেন।
• মোবাইলের পিছনে থাকছে ৩টি ক্যামরা যা ১২+২+২ মেগাপিক্সেল । সামনে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে আপনি অনেক সুন্দর ছবিও তুলতে পারবেন। তাছাড়া আপনি অনেক সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন সহজেই।
• এর প্রসেসরটি হলো গেমিং ফ্রেন্ডলি প্রসেসর যা octa-core (2x2GHz + 6×1.7GHz এটি একটি গেমিং ফ্রেন্ডলি প্রসেসর। এর মাধ্যমে আপনি Smoothly যেকোনো মোবাইল গেমস খেলতে পারবেন
• একটি ফাস্ট চার্জিং চার্জার রয়েছে। যার মাধ্যমে আপনার স্মার্টফোনটিতে অনেক দ্রুত চার্জ দিতে পারবেন।
• এতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। যা আপনাকে অনেক ভালো গেমিং অভিজ্ঞতা দিবে।
এর দাম
এটি মার্কেটে রয়েছে ১০৯৯০ টাকায়। এটি অফিসিয়াল দাম।
কেন মোবাইলটি কিনবেন
এটি এত কম টাকায় সবচেয়ে সেরা এবং ভালো গেমিং স্মার্টফোন। এতে আপনি যেকোনো মোবাইল গেমস সহজেই খেলতে পারবেন। এতে আপনি গেমস খেলতে পারবেন সহজেই। আপনার Gameplay হবে অনেক Smooth. কোন ল্যাগিং ছাড়াই খেলতে পারবেন। যদি বাজারের অন্যান্য মোবাইলের সাথে তুলনা করা হয় তাহলে এটিই বর্তমানে সেরা গেমিং মোবাইল কারন এতে রয়েছে ৫০০০mAh ব্যাটারি। তাই আপনাকে চার্জ নিয়ে কোন চিন্তা করতে হবে না। তাছাড়া আপনি খুব ভালোভাবে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ অন্য সবকিছু খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো। তাই এটি আপনি কিনতে পারেন।