হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি মোবাইলের রিভিউ যা আপনার জন্য হতে পারে পারফেক্ট কম্বিনেশন আর এই মোবাইলটির নাম হলো Realme C17 ।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
Realme C17 এর প্রাইজ ১৫হাজার ৯শত ৯৯টাকা।
Realme C17 ফোনের কালার ও নেটওয়ার্কঃ
ফোনটিতে দুই ভেরিয়ানটের কালার পাবেন একটি হলো নেভি ব্লু ও আর দ্বিতীয় টি হলো লেক গ্রিন।আর এই মেবাইলটির নেটওয়ার্ক হিসেবে ব্যাবহার করতে পারবেন ২জি,৩জি ও ৪জি।আর এই মোবাইলটির সিম গার্ড হিসেবে পাবেন দুইটি সিম সাপোর্ট গার্ড বা ডোয়াল নেনু সিম গার্ড।
Realme C17 ফোনের ক্যামের ও রেম রোমঃ
ফোনটিতে সেলফি ক্যামেরা বা সামনের ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের এবং পিছনের ক্যামেরা তে রয়েছে ২৫ মেগাপিক্সেল এর রেসুলেশন।আর ভিডিও কোয়ালিটি হিসেবে ১০৮০ পি (Full HD) রেসুলেশন।
রেম ও রোম সম্পর্কেঃ
Realme C17 ফোনে রয়েছে ১২৮ জিবি রোম ও ৬জিবি রেম।যা দিয়ে আপনি যেকোনো গেমস এই মোবাইলে অতি সহজে খেলতে পারবেন।
Realme C17 ফোনের ব্যাটারি ও লক ও অন্যান্য ফিচারস সম্পর্কেঃ
ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ Mah এর ব্যাটারি ও চার্জার হিসেবে রয়েছে ১৮ ওয়ার্ড এর দ্রুতগতি সম্পন্ন চার্জার।এবার আসি লক নিয়ে মোবাইলটিতে পিছনে রয়েছে Fingerprint লক ও রয়েছে ফেস লক। আর এই মোবাইলটির Os হিসেবে রয়েছে এন্ড্রয়েড ১০ ও প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 460।এছাড়া ওটিজি ভার্সন পাবেন ২.০।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।