আসসালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই social networking. সম্পর্কে। বর্তমানে যােগাযােগের জনপ্রিয় মাধ্যম হলাে সােশ্যাল মিডিয়া। নেটওয়ার্ক ব্যবহার করে সােশ্যাল
মিডিয়ার মাধ্যমে যােগাযােগ করা হয় Video, Audio, Text প্রভৃতি বিষয়।
ফেসবুক:
ফেসবুকের পূর্ব নাম ছিল thefacebook.com, (তার পূর্বে নাম ছিল fucemash)
২ ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেয়া হয়।
ফেসবুক (Facebook) :
২ ফেসবুক চালু হয়-৪ ফেব্রুয়ারি ২০০৪।
প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তাঁর সহযােগীরা হলেন- এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন।
মস্কোভিৎ, ক্রিস হিউজ।
→ কর্মী– ৩৩,৬০৬ জন (সেপ্টেম্বর, ২০১৮)।
যে ভাষায় লিখিত-C + +, PHP এবং D language।
সদর দপ্তর— মেনলাে পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
টুইটার (Twitter) :
২০০৬ সালের মার্চ মাসে ‘টুইটার’ এর যাত্রা শুরু হয়।
আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়- ১৫ জুলাই, ২০০৬।
২ প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি।
→ টুইটারে সর্বোচ্চ ১৪০ অক্ষরের খুদে বার্তা প্রকাশ (Post) করা যায়। এই খুদে বার্তাকে বলা হা
টুইট (Tweet) | টুইটারে লিখিত ভাষা— Java Scipt, Ruby, Scala, Java Programming
⇒ কোনাে সদস্যের টুইট পড়ার জন্য যারা নিবন্ধন করেছে তাদের বলা হয় follower।
২ টুইটারকে ইন্টারনেটের এসএমএস’ বলা হয় ।
সদর দপ্তর— সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
ইন্সটাগ্রাম (Instagram) :
= ইন্সটাগ্রাম হচ্ছে একটি সােশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন যার মাধ্যমে বিভিন্ন সামাজি
যােগাযােগের ওয়েবসাইট যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে ফটো, ভিডিও ইত্যাদি শেয়ার ক
যায়।
→ ইন্সটাগ্রামে শেয়ারকৃত ভিডিওর সর্বোচ্চ ব্যাপ্তি ১৫ সেকেন্ড। প্রতিদিন ৩০০ মিলিয়নেরও বে
মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে।
⇒ ২০১০ সালের অক্টোবর মাসে ইন্সটাগ্রামের যাত্রা শুরু হয়।
২ উদ্ভাবক— Kevin Systron এবং Mike Krieger |
২ ‘Instant Camera’ এবং ‘Telegram’ এ দুইটি নাম থেকে ‘Instagram’ নামের উৎপত্তি।
লিংকডইন (Linkedin);
৩ পেশাজীবীদের সামাজিক যােগাযােগের একটি ওয়েবসাইট।
২ প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর, ২০০২ সালে।
২ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে–৫ মে, ২০০৩ সালে।
= প্রতিষ্ঠাতা- রেইড হফম্যান। তার সহযােগিরা হলেন- অ্যালেন ব্লু, এরিক লি ।
যে ভাষায় লিখিত—Java।
সদর দপ্তর— মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
গুগল প্লাস (Google +):
* গুগল প্লাস (Google + বা Google Plus) একটি সােশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এর এ
২৮ জুন, ২০১১ সালে গুগল পরীক্ষামূলকভাবে গুগল প্লাস এর সেবা চালু করে।
টাম্বলার (Tumblr:
সামাজিক যােগাযােগের ওয়েব সেবা।
যে ভাষায় লিখিত-Java এবং JavaScript.
প্রতিষ্ঠাতা
রেন্ডি কনরাডস ।
২ মুলত কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং US Array থেকে নিজেদের পরিচিত
এবং বন্ধু খুঁজে বের করার জন্যই এই ওয়েবসাইটের সৃষ্টি হয়।
মিটমি (MeetMe) :
২ মিটমি (MeetMfe) একটি সােশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস।
এর পূর্ব নাম ছিল– MyYearbook.
২০০৫ সালের এপ্রিল মাসে এটি যাত্রা শুরু করে।
= প্রতিষ্ঠাতা জিওফ কুক, ড্যাভিড কুক এবং ক্যাথেরিন কুক।
যে ভাষায় লিখিত-PHP.
সদরদপ্তর- নিউ হােপ, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র।
স্কাইপ (Skype) :
২ স্কাইপ (SWype) একটি VoIP (Voice over Internet Protol) সেবা এবং সফটওয়্যার এপ্লিকেশন।
= ইন্টারনেটের মাধ্যমে Skype ব্যবহার করে ভয়েস কল, ভিডিও কল এবং তাৎক্ষণিক বার্তা
পাঠানাে যায়।
২ স্কাইপ সফটওয়্যারের প্রথম Beta Version বাজারে আসে ২০০৩ সালের আগস্ট মাসে।
হােয়াটস অ্যাপ (WhatsApp) :
⇒ হােয়াটস অ্যাপ স্মার্ট ফোনের জন্য নির্মিত জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার বা বার্তা আদান প্রদান মাধ্যম।
২ এটি চালু হয় ২০০৯ সালে ।
→ প্রতিষ্ঠাতা- Jan Koum, Brian Acton.
২ সদর দপ্তর- মাউনন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
স্ন্যাপচ্যাট (Snapchart) :
২ স্ন্যাপচ্যাট হলাে ছবির মাধ্যমে বার্তা আদান প্রদান মাধ্যম।
→ প্রতিষ্ঠাতা- ইভান স্পাইজেল, ববি মার্ফি, রেগি ব্রাউন।
সেপ্টেম্বর ২০১১ সালে।
আগামী দিন নতুন কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।