বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বৃদ্ধি পেয়েছে অনলাইন নির্ভর ব্যবসার চাহিদা।নারী, পুরুষ নির্বিশেষে সকলে এই ব্যবসার সাথে জড়িত।
অনান্য সময়ের চেয়ে করোনাকালীন সময়ে এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পুরুষরা এই ব্যবসার সাথে জড়িত থাকলেও বর্তমান সময়ে নারীর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে নারীদের স্বাবলম্বনের একটি পথ সৃষ্টি হয়েছে।
অনলাইল ব্যবসার ক্ষেত্রে কোনো প্রতিষ্টান কিংবা দোকানের প্রয়োজন পড়ে না। এটি যে কোনো জায়গায় খুব সহজে গড়ে তোলা সম্ভব। তাছাড়া ব্যবস্থাপনা সংক্রান্ত তেমন কোনো জামিলা নেই বললেই চলে। ব্যবসায় সর্ম্পকে সামান্যতম জ্ঞান থাকলে যে কেউ এই ব্যবসায় পরিচালনা করতে পারে। তাছাড়া অনলাইন ব্যবসার ক্ষেত্রে একটি বড় সুবিধা হল প্রচার করা লাগেনা।শুধুমাত্র অনলাইন ব্যবহার করে মুহূর্তের মধ্যে হাজার হাজার গ্রহকের কাছে ব্যবসার তথ্য পৌঁছে যাচ্ছে। প্রয়োজন হয়না নির্দিষ্ট কোনো জায়গা। বাড়িতেও এই ব্যবসা গড়ে তুলা যায়। বর্তমান মহামারি জনিত অবস্থায় এই ব্যবসার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণ হল যে কেউ অনলাইনে তার পচ্ছন্দের পণ্য অর্ডার করলেই কয়েকদিনের মধ্যে বা একদিনেই সে তার কাঙ্কিত পণ্যটি পেয়ে যাচ্ছে। মহামারির সময় ঝুকিঁ নিয়ে কাউকে মার্কেটে কিংবা পণ্য ক্রয় করার জন্য বাইরে যেতে হয়না। তাছাড়া এখন অনলাইনে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে অনেক অনলাইন নির্ভর সাইট গড়ে উঠেছে যেমন: বিক্রয় ডট কম, ইভ্যালি ইত্যাদি। তাছাড়া বর্তমানে অনেকে ফেইসবুক ব্যবহার করে অনলাইন ব্যবসা পরিচালনা করছে। অনেক বেকার যুবক-যুবতী অনলাইন ব্যবসার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলেছে।
তবে বর্তমানে একটা দুঃখকর বিষয় হচ্ছে যে অনেক অনলাইন সাইট আছে লোভাতুর বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে গ্রাহকদের সাথে পণ্য নিয়ে প্রতারণা করছে। তারা গ্রাহকদের পণ্য দেয়ার নামে আগে টাকা নিয়ে পণ্য দেয় না। এসব প্রতারণা মূলক সাইট থেকে দূরে থাকুন। অনলাইন পণ্য ক্রয় করার ক্ষেত্রে ভাল ওয়েবসাইটের ব্যাপারে লক্ষ্য রাখবেন।
অনলাইনে পণ্য কেনার ব্যাপারে যেসব বিষয় খেয়াল রাখা জুরুরি:
- আপনি যে সাইট থেকে পণ্য কিনবেন তার নির্ভরযেগ্যতা যাচাই করুন।
- প্রতিষ্টানের ব্যাপারে খোঁজখবর নিন।
- অতি লোভাতুর জাকঁঝমক পূর্ণ বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হবেন না।
- অগ্রিম টাকা পরিশোধ করবেন না, ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি অবলম্বন করুন।
- পণ্য ফেরত প্রদানের সুবিধার বিষয়টি আগে বিবেচনা করুন।
- পণ্যের স্বাভাবিক বিক্রয়মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রয় করলে তা এড়িয়ে চলুন, তা প্রতারনার অন্যতম ফাঁদ।
- ফেইসবুক পেইজ নির্ভর সাইট থেকে ওয়েবসাইট নির্ভরতা অনেক ভালো।
- ফেইসবুক পেইজের মাধ্যমে পণ্য অর্ডার করতে হলে আগে পেইজ এবং পণ্য সর্ম্পকে ভালভাবে যাচাই করুন।
অনলাইন নির্ভর ব্যবসা আমাদের জীবনকে অনেকটা সহজলভ্য করেছে। আমরা যে কোনো জায়গায় বসে এখন হাতের কাছে সব পণ্য পাচ্ছি। রান্না করা খাবার থেকে শুরু করে যাবতীয় ব্যবহার্য পণ্য সমুহ এখন নিমিষে পওেয়া অনলাইনের সুবিধার মাধ্যমে। তবে এর প্রতারণার বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত।