আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়।
আজকে আমি জনপ্রিয় একটি আর্টিকেল সম্পর্কে রিভিউ করব যা আপনি হয়তো জানেন না। ভাবুন, কেউ যদি আপনার সিম নাম্বার কোনোভাবে একবার পেয়ে যায় তাহলে সে কী করবে? রাতদিন সে আপনাকে উতক্ত করা নিয়েই ব্যস্ত। আর আপনিও পড়ে যান আরেক মাথাব্যথায়। কিন্তু এই অবস্থায় বিষয়টা যদি একটু মজাদার বানানো যেত? বুঝতে পারছেন তো কি বলছি আমি? হ্যাঁ, সিম নাম্বার গোপন রেখে তাকে কল করে একটু চমকে দেয়ার কথা।
এর মাধ্যমে আপনি চিন্তায় না পড়ে বরং তাকেই এক প্রকার চিন্তায় ফেলতে পারেন। এছাড়াও মাঝে মাঝে আমাদের এক অন্যরকম আশা জাগে কাউকে কল করতে। কিন্তু সে আমার নাম্বার জেনে যাবে এই ভয়ে আর কল করা হয়ে উঠে না, তাই না?
তাহলে চলুন জেনে নেয়া যাক সিম নাম্বার গোপন রেখে কল করবেন কিভাবে।মসিম নাম্বার গোপন রেখে কল করার জন্য বর্তমানে যতগুলো অ্যাপস পাওয়া যায়, তার মধে উল্লেখযোগ্য কয়েকটি অ্যাপস– যেমনঃ
-
Lifehacker
-
CallerIDFaker
-
Voxox
-
Tracebust
-
Spoofcard
এই অ্যাপসগুলো আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। কিন্তু এখন অ্যাপসগুলো কিভাবে কাজ করবে—
অ্যাপসগুলো যেভাবে কাজ করে
আপনার মনে হয়তো এখন নিশ্চয় প্রশ্ন জাগছে যে এই অ্যাপসগুলো কিভাবে আপনার পরিচয়কে গোপন রাখবে , তাই না? আসলে এখানে যে আপনার নাম্বার পুরোপুরি গোপন রাখা হবে তা কিন্তু নয়। এটা হচ্ছে আপনার পরিচয়টা গোপন তবে নাম্বার গোপন নয়।
পরিচয় বলতে আপনার যে প্রকৃত নাম্বারটা সেটা গোপন থাকবে। রিসিভার আপনার সেই নাম্বারটি জানতে পারবে না। তবে এখানে ব্যবহার করা হবে অন্য একটি নাম্বার অর্থাৎ একটি ফেক নাম্বার যা আপনাকে অ্যাপ থেকেই সরবরাহ করা হবে। আর এই ফ্যাক অ্যাপ এর মাধ্যমেই মূলত আপনি নিরাপদ। এতে আপনার পরিচয় অজ্ঞাত থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন।
তাছাড়া বর্তমানে এই অ্যাপগুলোর চাহিদা এবং জনপ্রিয়তা অনেক বেশি আর বিশ্বাসযোগ্যও বটে। তবে আমি আপনাকে সাজেস্ট করব ট্রেস বাস্ট অ্যাপটি ব্যবহার করতে। এই অ্যাপটি বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে শুধুমাত্র এই সেক্টরেই। অ্যাপটি কিছুদিন এর জন্য আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। তবে পরে আপনাকে মাসে মাসে টাকা পরিশোধ করতে হবে।
Tracebust এ যেসব সুবিধা আপনি পাবেন
পূর্বেই বলেছি যে এই সব ফেক কলার বা ভুয়া নাম্বার ব্যবহার করে পরিচয় অজ্ঞাত রাখার অ্যাপসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ট্রেস বাস্ট। তাই আমি এই অ্যাপসটি সম্পর্কে আপনাকে একটু বলছি–
ট্রেস বাস্ট অ্যাপটি আপনাকে দিনে সর্বমোট ২ টি ফ্রি কল করার সুযোগ দিয়ে থাকে ফেক নাম্বার দিয়ে। যা আপনি নির্দিষ্ট একটি টাকা দিয়ে কেনার মাধ্যমে বাড়াতেও পারেন। এই অ্যাপস এর মাধ্যমে কাউকে কল করে আপনি যে দুটি সুবিধা পাবেন তা হলো—
১. প্রথমত ১০০% ফেক বা ভুয়া কলার আইডি বা ফোন নাম্বার যার মাধ্যমে আপনার পরিচয় অজ্ঞাত থাকবে।
২. দ্বিতীয়ত আপনি আপনার সুরক্ষার জন্য নিজের ভয়েসও চেঞ্জ করে কল করতে পারবেন।
তবে এখানে সব থেকে যে বড় সুবিধাটি আমার ভালো লেগেছে তা হলো আপনি এই অ্যাপে ওয়াইফাই কলিং এর সুবিধা পাবেন। যার মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই ব্যবহার করে নিজের টাকাটা বাঁচিয়ে নিতে পারেন। সত্যিই অনেক অসাধারণ, তাই না? তাহলল দেরি কেন আজই ট্রাই করুন অসাধারণ এই অ্যাপটি।