ইউটিউব একটি প্রসিদ্ধ ভিডিও প্লাটফর্ম। আর এই প্লাটফর্মে প্রতিদিন কোটি কোটি ভিডিও আপলোড হয়। আমরা প্রতিদিন এই প্রসিদ্ধ প্লাটফর্মটি থেকে শত শত ভিডিও দেখি। এবং অনেক ভিডিও দেখার পর আমাদের ঐ ভিডিওটি খুব পছন্দ হয়ে যায়। এবং মন চায় যে ঐ ভিডিওটি ডাউনলোড করে রাখি। কিন্তু ইউটিউব থেকে যেই ডাউনলোড অপশনটি আছে তা দিয়ে ডাউনলোড করলে তা ইউটিউবের ভিতরেই থাকে। তা আর আমরা মেমোরিতে সেভ করে রাখতে পারি না। মাঝে মধ্যে দেখা যায় কোন কারণে ইউটিউব ডিলেট হয়ে গেলে সব ভিডিও ডিলেট হয়ে যায়। তখন আর সহজে ঐ ভিডিওগুলো ডাউনলোড করা সম্ভব হয়। তাই আজ আমি আপনাদের এন্ড্রয়েডের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব। যেই এ্যপসটি দিয়ে আপনার সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। এব্ং তা আপনি যতদিন পর্যন্ত ডিলেট না করবেন তা ডিলেট হবে না। তো এ্যপসটির নাম হচ্ছে Vidmate সম্ভবত অনেকেই এই এ্যপসটি ব্যবহার করছেন। বা অনেকেই এর নাম শুনেছেন কিন্তু কিভাবে ডাউনলোড করবেন তা যানেন না। তাই আজ আমি আপনাদের এ্যপসটির ব্যবহারবিধি এবং এ্যপসটি ডাউনলোড করার পদ্ধতি উভয়টিই শিখিয়ে দিব। আপনারা ভাবছেন হয়তো এন্ড্রয়েডের সকল এ্যপসতো প্লে ষ্টোর থেকেই ডাউনলোড করা যায়। তাহলে এর আবার নিয়ম শিখার কি আছে। এটাতো আমরা সবাই পারি। কিন্তু এই এ্যপসটি প্লে ষ্টোরে পাবেন না। প্রথমত এই এ্যপসটি প্লে ষ্টোরে অনেক ট্রের্ডিং ছিল। কিন্তু পরে কিছু সমস্যার কারণে প্লে ষ্টোর এই এ্যপসটিকে তাদের ষ্টোর থেকে ডিলিট করে দেয়। যাই হোক পরে এ্যপসের কতৃপক্ষ এই সমস্যা ঠিক করে নেয়। কিন্তু প্লে ষ্টোর দ্বীতিয়বার আর এই এ্যপস তাদের প্লে ষ্টোরের জন্য সিলেক্ট করে নি।
প্রথম: এ্যপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে আপনার মোবাইলের যেকোনে ব্রাউজারে প্রবেশ করুন। এবং সার্চ অপশনে গিয়ে সার্চ দিন Vidmate apk অতঃপর দেখবেন ভিডমেটের লোগোর মতো একটা চিহ্ন সবার উপর থাকবে। এবং www.vidmateapp.com লেখা থাকবে। আপনি ঐ ওয়েবসাইটে প্রবেশ করুন এবং প্রবেশ করার পর সামনেই ডাউনলোড অপশন। অতঃপর এ্যপসটি ডাউনলোড করুন । ডাউনলোড করার পর। আপনি ভিডমেটে প্রবেশ করুন। দেখবেন ভিডমেটের ভিতর একটা ইউটিউব আছে। ঐ ইউটিউব থেকে আপনি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করুন। দেখবেন ইউটিউবের মতো এখানেও ভিডিওটি ওপেন হয়ে গেছে। এরপর সাইডে দেখবেন যে একটি লাল কালালের একটি বাটন দেখবেন সেটা নাচানাচি করছে। আপনি শুধু ঐ বাটনের উপর ক্লিক করে দিবেন ডাউনলোড শুরু হয়ে যাবে।
আর আপনি যদি সরাসরি ইউটিউব থেকে ডাউনলোড করতে চান তাহলে ইউটিউবের যেকোনো একটি ভিডিওতে সিলেক্ট করুন। এবং শেয়ার অপশনে যান। যাওয়ার পর দেখবেন নিচে ভিডমেটের ছবি দেয়া। আপনি শুধু ঐ বাটনে ক্লিক করবেন বাস আপনার ভিডিও ডা্উনলোড শুরু হয়ে যাবে।
এই পর্যন্তই আজকের আর্টিক্যেল দেখা হবে অন্য কোন আর্টিক্যেলে। ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ