আজ থেকে কিবোর্ড মাউসের কাজ করবে।

হ্যালো ভিউয়ারস কেমন আছেন। আশাকরি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ট্রিকস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে , আজ থেকে আপনাদের আর মাউস ব্যবহার করা লাগবে না, কিবোড ই মাউসের কাজ করবে।কি ভাবছেন এটা আসলে কি কোনো software, আপনারা যদি software ভেবে থাকেন তাহলে আপনাদের ভুল ধারনা। না এটা কোন software না, এই সিসটেম টা windows এ ই দেওয়া থাকে। যাই হোক কথা বারিয়ে আমার কাজ নেই,আসল কাজে আসি।

Windows 7 সিস্টেমের জন্যঃ

প্রথমে start এ যান

তারপর control panel

তারপর উপরের ডানপাশের view by থেকে Large lcon এ ক্লিক করতে হবে


ease of access center এ click করতে হবে


make the mouse easier to use এ Click করতে হবে


turn on mouse keys এ টিক দিতে হবে।


then,apply


setup mouse keys এ চাপ দিয়ে pointer speed and top speed থেকে Low or high করতে হবে,মাউস নারানোর সুবিধায়।

then,apply

 

এরপর কিবোড থেকে num lock on করুন। কিবোডের নিউমেরিক কি এর 4 চাপলে বামে,6 চাপলে ডানে,2 চাপলে নিচে,8 চাপলে মাউস কার্সর উপরে যাবে। মাউসের বামে ক্লিক করার জন্য 5 আর ডানে ক্লিক করার জন্য + চাপতে হবে।

কেমন লাগল আমার টিউনটি তা জানাতে কমেন্ট করুন। আমার সব বেস্ট টিউন পেতে আমার প্রোফাইলে যান।
সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।সবাইকে নমস্কার।

Related Posts

15 Comments

মন্তব্য করুন