অনেকেই আছেন যারা টিকটকে নিজস্ব ভিডিও পোস্ট করে প্রচুর অর্থোপার্জন করেন। তেমনই বেশ কয়েকটি জনপ্রিয় টিকটক তারকার উপার্জন নিয়ে আলোচনা করব।
অ্যাপটি মূলত শর্ট ডান্স, লিপ সিঙ্ক, কমেডি এবং ট্যালেন্ট ভিডিওর জন্য ভিত্তিক প্রযুক্তি সংস্থা বাইটড্যান্স দ্বারা ২০১৬ এ চালু করা হয়েছিল। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত এটি সপ্তম সর্বাধিক ডাউনলোড হওয়া মোবাইল অ্যাপ্লিকেশন।
এই অ্যাপ্লিকেশনটি মোট ৩৯ টি ভাষায় রয়েছে। ভারতে ১৪ টি ভাষা রয়েছে। ২০১৯ সালে, বিশ্বের সর্বাধিক সংখ্যক টিকটক ডাউনলোডের সংখ্যা ভারতে ৩২কোটি ৩০ লাখ। যা বিশ্বের মোট টিকটক গ্রাহকদের ৪৪ শতাংশ। একটি সমীক্ষা অনুসারে, একজন সাধারণ গ্রাহক টিকটকে ৪৫ মিনিট সময় ব্যয় করেন। সেখানে, ভারতীয় গ্রাহকরা প্রতিদিন ৩৮ মিনিট এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন।
ভারতে এই অ্যাপ এত জনপ্রিয় যে টিকটকে নিজেদের ট্যালেন্ট দেখিয়ে অনেকেই অর্থ উপার্জন করেন। তাদের মধ্যে এক জন হলেন মঞ্জুল খট্টর। টিকটকের বেশ পরিচিত এক জন স্টার।
মঞ্জুল হরিয়ানার গুরুগ্রামের ছেলে। বাণিজ্য নিয়ে পড়াশোনা করেছেন। টিকটকে চুলের স্টাইলের জন্য বেশ জনপ্রিয়। তাঁর প্রায় ১৪ কোটি ফলোয়ার রয়েছে। স্রেফ ভিডিও পোস্ট করে মঞ্জুল প্রায় পাঁচ লাখ টাকা আয় করেছেন।
মেধাবী ছাত্রী গিমা থাকেন দিল্লিতে। টিকটকে এক কোটি ফলোয়ার রয়েছে তার। টিকটকে ভিডিও পোস্ট করে মাসে ৬ লাখ টাকা আয় করেন।
আবেজ দরবার অন্যতম টিকটক তারকা। তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। আবেজ টিকটকে নিজের কমেডি ভিডিও পোস্ট করে বেশ জনপ্রিয় হয়েছেন। তিনি কোরিওগ্রাফার হিসাবেও পরিচিত। ইউটিউবে প্রায় ৩ লাখ ফলোয়ার রয়েছে। আর টিকটকে ফলোয়ারের সংখ্যা দুই কোটি। আবেজের মাসিক আয় ১৪ লক্ষ টাকা।
নিজের ট্যালেন্টের ভিডিও পোস্ট করে লাখ টাকা আয় করার তালিকায় রয়েছেন অবনীত কউর। অবনীত একজন টেলি অভিনেত্রী। টিকটকে খুবই জনপ্রিয়।অবনীত বেশ কয়েকটি জনপ্রিয় নৃত্যের রিয়েলিটি শোতে প্রতিযোগী ছিলেন। এর মধ্যে ড্যান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার, ডান্স কে সুপারস্টার ইত্যাদি রয়েছে তিনি বেশ কয়েকটি টেলি সিরিয়ালও করেছেন। মর্দানি ছবিতেও অভিনয় করেছেন। টিকটেকের ৫ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। অবনীতের মাসিক আয় ১৮ লাখ টাকা।
টিকটকের অন্যতম জনপ্রিয় স্টার হলেন জান্নাত জুবেইর। জান্নাত একজন অভিনেত্রীও। ২০১৯ সালে ভারতে টিকটক ফলোয়ারের সংখ্যায় শীর্ষে ছিলেন জান্নাত। তার টিকটকের ফলোয়ার সংখ্যা ১ কোটি। তার মাসিক আয় ২০ লাখের কাছাকাছি।