আসসালামুআলাইকুম প্রিয় পাঠক এবং পাঠিকাগণ, আসা করি সবাই অনেক ভালো আছেন।
বর্তমান দিনে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা রয়েছে প্রচুর।সে সাথে মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ও রয়েছে অনেক। মেসেঞ্জারে অনেকেই প্রচুর সময় নষ্ট করছে চ্যাট করে।
তাই চ্যাট করে সময় নষ্ট না করে যদি মেসেঞ্জারে গ্রুপ খুলে সেটার মাধ্যমে ইনকাম করতে পারলে ব্যাপার টা কেমন হয় ?
কিন্তু এখন ভাবছেন যে,এটা আবার কিভাবে সম্ভব? মেসেঞ্জারে তো শুধু চ্যাট করা সম্ভব।কিন্তু কিভাবে ইনকাম করা সম্ভব, সেটাই বলবো আজকের এপিসোডে।
আপনি চাইলে অনলাইনে আয় করার জন্য একটি মেসেঞ্জার গ্রুপ খুলে সেটাতে মেম্বার এড করে আয় করতে পারেন।তাহলে প্রথমত দরকার যে মেম্বার এড করা।কিন্তু কিভাবে মেম্বার পাবেন?
কিভাবে মেসেঞ্জার গ্রুপে এড করার জন্য মেম্বার পাবেন?
আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে,তাহলে নিশ্চয়ই সেটিতে ফ্রেন্ড থাকবে।৫০০০ ফ্রেন্ড কমপ্লিট করে, তাদের আপনার মেসেঞ্জার গ্রুপে এড করুন।অনলাইনে ইনকাম সম্পর্কিত অনেক গ্রুপ রয়েছে ফেসবুকে।সেগুলোতে এড হয়ে, পোষ্ট করবেন যে, আপনার একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে বিভিন্ন অফার দেওয়া হয়।
এমন বললে অনেকে আপনার মেসেঞ্জারের গ্রো এড হতে চাইবে। সুতরাং এভাবে আপনি মেসেঞ্জারে মেম্বার এড করার কাজ শেষ করতে পারবেন।
কিভাবে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ইনকাম করবেন?
১.ব্লগিং : অনলাইন থেকে ইনকাম করার জন্য ব্লগিং সবচেয়ে সেরা একটি উপায়। ব্লগ আপনি যে কোন আর্টিকেল লিখে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতিমাসে। এখন আপনি একটি ব্লগ সাইট বানিয়ে, সেটিতে মানুষের নিত্য প্রয়োজনীয় কোন আর্টিকেল লিখে,আপনার মেসেঞ্জার গ্রুপে তে শেয়ার করার মাধ্যমে আপনার পোষ্ট গুলোকে গুগলে অনেক রেংক করাতে পারেন।
এখন ধরুন আপনার মেসেঞ্জার গ্রুপে যদি 100 মেম্বার থাকে, তাহলে সে 100 জন যে আপনার পোস্টে ক্লিক করে পোস্টটি পড়ে তাহলে আপনার বেশ ভালো ইনকাম হবে ব্লগ থেকে।
২. ইউটিউব : আমরা সবাই ইউটিউব কে চিনি। ইউটিউব এতে সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনি চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে মেসেঞ্জার গ্রুপ কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন।
আপনি একটি ভিডিও আপলোড করলেন, এখন সেখানে যদি 100 জন্য ভিডিওটি দেখে, তাহলে অনেক ইনকাম করা সম্ভব।
৩. অ্যাপ: প্লে স্টোরে অনেক সময় নতুন নতুন অ্যাপ আসে, যেগুলোতে প্রথম প্রথম অনেক ভালো পেমেন্ট করা হয়। আবার এমনও অনেকে প্রশ্ন যেগুলো তে রেফার করে অনেক ইনকাম করা যায়। এমন একটি অ্যাপ এর নাম হলো ClipClaps যেখানে আপনি প্রতি রেফারের বিনিময়ে পেয়ে যাবেন বাংলাদেশ টাকায় 80 টাকা।
এর জন্য প্রয়োজনে আপনি একটা রেফারের জন্য দশ বিশ টাকা দিতে পারেন এতে সে আপনাকে একটি রেফার অবশ্যই দিবে।
এবার আপনি প্রচুর পরিমানে আয় করতে পারবেন।
৪.বিভিন্ন ফ্রিল্যান্সিং টাস্ক : ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন কাজ রয়েছে যেগুলো আপনি মেসেঞ্জার গ্রুপের মেম্বারদের দাড়া করিয়ে ইনকাম করতে পারবেন। প্রয়োজনে আপনি আপনার ইনকাম এর কিছুটা অংশ তাদের সাথে শেয়ার করবেন।এতে তারা আগ্রহী হয়ে আপনার কাজে সাহায্য করবে।
আর তাই আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান তাহলে মেসেন্জার গ্রুপ কে কাজে লাগিয়ে ভালো পরিমানে আয় করতে পারবেন।