এখন থেকে সম্পূর্ণ ফ্রী এসএমএস করুন যে কোন দেশে যে কোন নাম্বারে ।
সাধারণত আমরা সিম থেকে সিমে টেষ্ট এসএমএস পাঠাই ।
বর্তমান সময়ে এসএমএস পাঠাতে ০০.৫০ পয়সার মত চার্জ কেটে থাকে । বাহিড়ে বা ইন্টারনেসনাল নাম্বারে মেসেজ পাঠালে আরো বেশি টাকা কেটে থাকে ।
তবে বর্তমানে আমাদের এন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি এসএমএস পাঠাতে পারি ।
এর জন্য আমাদের একটি এন্ড্রয়েড মোবাইল দরকার । এরপর প্লেস্টোর থেকে টেক্ট মি ( textme ) এটি টাইপ করে সার্চ করুন ।
এরপর যে এপসটি সবার প্রথমে আসবে সেটি ডাউনলোড করুন । তারপর এপসটিতে প্রবেশ করুন এবং আপনার কাছে ই-মেইল আইডি চাইবে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।
এপসটি লগিন হবার পর নিচের দিকে বাম পাশে স্টোর ( store ) এ ক্লিক করুন । এখন উপরের দিকে ডান পাশে ফ্রী ( FREE ) লেখা দেখতে পাবেন,
ফ্রি লেখায় ক্লিক করুন । এরপর সবার প্রথমে ওয়াচ এ ভিডিও ( watch a video ) এই লেখায় ক্লিক করুন কয়েক সেকেন্ড করে বিজ্ঞাপন চলবে ।
বিজ্ঞাপন শেষ হবার পর কিছু ক্রেডিট পাবেন । এই ভাবে বারবার লেখার মাঝে যতবার ভিডিও বিজ্ঞাপন ক্লিক করে দেখবেন ততবার কিছু কিছু ক্রেডিট পেতে থাকবেন ।
এই ক্রেডিট দিয়ে আমরা ফ্রি এসএমএস পাঠাতে পারব । এরপর ( watch a video ) এই অপশনের নিচের যে অপশনটি আছে সেইখানে থেকে বিভিন্ন অফার
কমপ্লিট করেও বেশি বেশি ক্রেডিট নিতে পারবেন । এখন মজার বিষয় হলো এই এপসটি থেকে শুধু এসএমএস পাঠাতে পারবেন তা নয়
এই এপস থেকে টাকা ছাড়া এই ক্রেডিট দিয়ে যে কোনো দেশে যে কোনো নাম্বারে ভয়েস কল দিতে পারবেন ।
এই এপসটিতে আরো মজার বিষয় হলো আপনি যাকে এসএমএস পাঠাচ্ছেন সে আপনার পার্সোনাল নাম্বার দেখতে পাবে না ।
একই সাথে যখন ভয়েস কল করবেন তখন ও আপনার নাম্বার কেউ দেখতে পারবে না । আপনি যে ক্রেডিট গুলো অর্জন করবেন সেই ক্রেডিট এর রেট বিভিন্ন দেশে বিভিন্ন রকম হবে ।
সেটা জানার জন্য এপস এ প্রবেশ করার পর বা দিকে উপড়ে থ্রি ডট মেনুতে ক্লিক করুন তারপর নিচের দিকে চার নাম্বার রেট ফাইন্ডার ( rate finder ) অপশন পাবেন,
সেখানে ক্লিক করুন উপরের দিকে ইউনাইটেড স্টেটস ( United States ) এ ক্লিক করুন তারপর যে দেশের রেট সমন্ধে
জানতে চান সেটা সিলেক্ট করুন এবার নিচে চেক দা রেট ( check the rates ) এই লেখাতে প্রেস করুন ।
এরপর আপনার কোন দেশে কত রেট জানতে পারবেন । গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা যখন এরকম আন্তর্জাতিক সফ্টওয়্যার ব্যবহার করবেন অবস্যই যার যার নির্দিষ্ট
দেশের কোড নাম্বার ব্যবহার করতে হবে নাম্বারের আগে । উদাহরণ যেমন আমাদের দেশের কোড নাম্বার ( +৮৮ ) আর যদি যেসব সফটওয়্যারে
অলরেডি কোড নাম্বার দেয়াই থাকে তাহলে নতুন করে কোড নাম্বার দিতে হবে না ।
অবস্যই কাজ গুলো করার জন্য আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে ।