বিসমিল্লাহ্হির রহমানির রাহিম,
আশা করি মহান আল্লাহ্ র রহমতে সবাই ভালো আছেন ।
আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলব তা হলো সফলতা |
সফলতা নামটা সবার ই কাক্ষিত একটা শব্দ । কে না চাই সফল হতে । কিন্তু সবাই কি করে সফলতার জন্য প্রয়োজনীয় পরিশ্রম ? যে পরিশ্রম করে সে তো সফল হয় ই । হয়তো একটু সময়ের ব্যবধান । আর যে বিনা পরিশ্রম এ সফল হবার স্বপ্ন দেখে সে কি সফল হয় ? না । সে পারে না ।
আসলে সফলতার জন্ন্য কি প্রয়োজন ?
কিভাবে সফল হওয়া যায় ?
আজ আমি আপনাদের সফল হবার মূল মন্ত্রটি বলবো । তা আর কিছু নয় । আমাদের সকলের ই জানা । কিন্তু আমরা তার সঠিক ব্যবহার করতে জানি না । সফল হবার জন্য যা দরকার তা হলো :
• ইচ্ছাশক্তি : কোনো কিছু করতে চাওয়ার যে প্রবনতা তাই হলো ইচ্ছা । তবে তার সাথে মনের জোর টাকে যোগ করতে হবে । ইচ্ছা টাকে দৃঢ় করতে হবে ।
• ধৈর্যশক্তি : ধৈ্র্য ধারণ করা শিখতে হবে । আজ হইনি তো কি হইছে কাল হবে কাল না হলে পরশু নিশ্চই হবে । কোনো কাজ করার সাথে সাথে ফলাফল নাও আসতে পারে । অপেক্ষা করুন ।
• পরিশ্রম ; পরিশ্রম ছাড়া কোনো কিছু পাবার আশা করা নির্ঘাত বোকামি ছাড়া আর কিছুই নয় । তাই পরিশ্রমি হতে শিখুন ।
•
• অনুসরন ; সফল ব্যক্তিদের অনসরন করতে শিখুন । আপনার আশেপাশে অনেক মানুষ পাবেন যাদের ভিতর ভাল গুন আছে । তাদের থেকে শিখুন ।
• অনুপ্রেরণা ; এমন কারো সাথে সবকিছু শেয়ার করুন যে আপনাকে অনুপ্রেরণা দিবে । মনে রাখবেন অনুপ্রেরণা হচ্ছে চলার পথের চালিকা শক্তি ।
• বন্ধু নির্বাচন ; জিবনের সবথেকে সতর্কতার বিষয় হচ্ছে বন্ধু নির্বাচন । তাই এ ব্যাপারে খুব ই সাবধান ।
• সময়ের মুল্যবোধ ; সময় কে কাজে লাগাতে শিখুন । মনে রাখবেন ১ সেকেন্ড যদি অপচয় করেন তো সেটায় ক্ষতি । ভবিষৎ বলে কিছু নাই । আপনি আজ যা করবেন সেটাই আপনার আগামি দিনের ভবিষৎ । তাই সব ই আপনার ওপর নির্ভর করছে ।
• কাজ নির্বাচন ; কোনো কাজই ছোট নয় ।
• স্রষ্টাকে স্মরণ করুন কারন সকল কিছু তার ইচ্ছাতেই হয় ।
• হারতে শিখুন ; মনে রাখবেন ব্যর্থতাই সফলতার চাবিকাঠি ।
নিজের মনকে সায় দিন
ইনশাআল্লাহ্ আপনি সফল হবেন …
ইমশাআল্লাহ এ বিষয়ে আরো কিছু কথা বলবো আগামিতে |
আল্লাহ্ হাফেয
আসসালামুওয়ালাইকুম………
ভালো থাকবেন