আপনি যেহেতু এই পোস্টটি পড়তে এসেছেন তার মানে আপনার একটি গুগল এডসেন্স একাউন্ট আছে। আপনিও এডসেন্স ড্যাশবোর্ডে নিচের লেখার মত একটি Adsense tax information / গুগল এডসেন্স ট্যাক্স ইনফরমেশন নোটিশ পেয়েছেন নিশ্চয়।
Important: Check if additional tax information is required from you. All YouTube creators and partners are required to submit tax information to ensure any applicable taxes on your payments are accurate.
Adsense tax information সম্পর্কে জানতে গুগলের সাপোর্ট ফোরামে গিয়ে জেনে আসুন: https://support.google.com/youtube/answer/10391362
আমি সেই বিষয়ে আর কথা বাড়াবো না। এখন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল Adsense tax information সাবমিট করবেন?
চলুন ধাপে ধাপে আমরা এডসেন্স ট্যাক্স ইনফরমেশন সাবমিট করি:
প্রথমে নিচের ছবিটি দেখুন এবং Manage tax info তে ক্লিক করুন।
Manage tax info তে ক্লিক করার পর নিচের ছবির মত ADD TAX INFO তে ক্লিক করুন।
ADD TAX INFO তে ক্লিক করার পর গুগল একাউন্ট লগইন ফরম চলে আসবে, তারপর সেখান থেকে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পর এই নিচের তিনটি ছবি পর্যায়ক্রমে ফলো করুন।
এর পরবর্তী ধাপগুলো আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে Adsense tax information ফর্ম সাবমিট করে ফেলুন।
আজ এই পর্যন্তই। আশা করি এই টিউটোরিয়ালটি গুগল এডসেন্স ব্যবহারকারীদের কাজে আসবে। আপনি যদি লেখালেখি করে ইনকাম করতে চান তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করুন।