Airpleane mode চালু করে ইন্টারনেট ব্যবহার করুন।

হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই আশা করি অনেক ভাল আছেন।

আপনারা অনেক সময় অনেক কাজ করেন মোবাইলে। অনেক সময় আছে ব্যস্ত থাকেন সেই সময় দেখা গেছে যে আপনাকে অনেকেই ফোন করছে বার বার এবং আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন এবং আপনার এখন ইন্টারনেট ব্যবহার করা দরকার এবং আপনাকে অনেকেই ফোন দিচ্ছে এবং আপনার কাজের মধ্যে ফোন দিয়ে ডিস্টার্ব করছে।

আপনি চাইলেও এখন ফোনটা বন্ধ করতে পারছেন না কারণ হচ্ছে আপনার এখন ইন্টারনেট ব্যবহার করতে হবে(তো অবশ্যই ফোনটা চালু রাখতে হবে)

তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এটারি সমাধান করে দিব তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলব Airplane mode চালু করে আপনারা ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন মানে হচ্ছে এয়ারপ্লেন মোড চালু করলে কিন্তু সিমে নেটওয়ার্ক থাকে না সেই সময় কিন্তু আর কেউ ফোন দিতে পারবে না এবং সেই সময় আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
হ্যাঁ, এটা 100% সত্যি। বন্ধুরা এখন আপনার ভাবতে পারেন যে আমি আজকে হয়তো কোন অ্যাপস এর কথা বলবো তো বন্ধুরা না আজকে আমি কোন অ্যাপস এর কথা বলব না এটি আপনাদের ফোনেরই একটা সেটিংস।

এবং এন্ড্রয়েড ফোনের এই ট্রিক্সটির মাধ্যমে আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের অবাক করে দিতে পারবেন।

তাই আজকের পোস্টটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন তো বন্ধুরা এটি সব ফোনে কাজ করবে কিনা তা আমি সঠিক বলতে পারলাম না কিন্তু নতুন ফোনের ক্ষেত্রে এটা কাজ করবে আগের ভার্সনের ফোন হলে তাহলে কাজ নাও করতে পারে।

তবে নতুন ভার্সনের ফোনে ১০০% কাজ করবে।

তো বন্ধুরা, এটি করতে হলে আপনাদের সর্বপ্রথম কি করতে হবে আমাদের ডায়াল প্যাডে চলে যেতে হবে। ডায়াল প্যাডে যাওয়ার পর কি করতে হবে আপনাদের একটা কোড লিখতে হবে একটি কোড নিচে দেওয়া হল।

*#*#4636#*#*

এই কোডটি আপনাদের কিবোর্ডএ লেখার সাথে সাথে দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে সেখান থেকে দেখতে পারবেন ফোন ইনফর্মেশন নামক একটি অপশন আছে।

সেই ফোন ইনফর্মেশন অপশনের ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে দেখতে পারবেন Radio power নামক একটি অপশন আছে সেই অপশনটা দেখতে পারবেন আপনাদের ওখান থেকে অফ করা আছে।

তারপর সেই অপশনটি আপনার ওইখান থেকে অন করে দিবেন অন করে তারপর একদম বের হয়ে চলে আসবেন।

তারপর আপনাদের ফোনের Airpleane mode টি অন করে নিবেন অন করে নেওয়ার পর এখন আপনি ঠিক আগের স্পিডেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

তো বন্ধুরা এখন যদি আপনাদের কেউ ফোন দেয় তাহলে কিন্তু নাম্বারটা বন্ধ বলবেন। কেউ আর বিরক্ত করতে পারবে না কাজের সময়। কিন্তু আপনি কিন্তু আপনার আগের স্পিডেই ইন্টারনেট চালাতে পারছেন।

তো বন্ধুরা এইটার মাধ্যমে কিন্তু আপনাদের বন্ধুদের আপনি চমকে দিতে পারেন।

তো বন্ধুরা আশা করি আজকের ট্রিক্সটি আপনাদের খুবই ভালো লেগেছে।

তো বন্ধুরা আজকে পর্যন্তই আসসালামুয়ালাইকুম।

Related Posts

3 Comments

মন্তব্য করুন