Alphabet inc এই কোম্পানির নাড়িভুঁড়ি | অ্যালফাবেট ইনকরপোরেশন

আসসালামুআলাইকুম পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই বেশ ভালোই রয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী হাজার হাজার কোম্পানি প্রতিষ্ঠিত রয়েছে। বিশ্বব্যাপী সব প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে Alphabet inc বা অ্যালফাবেট ইনকরপোরেশন কোম্পানি। অ্যালফাবেট ইনকরপোরেশন কোম্পানি মূলত Google এরই একটি কোম্পানি।

আপনারা যারা অ্যালফাবেট ইনকরপোরেশন কোম্পানি সম্পর্কে কিছুই জানেন না, তারা আজকের আর্টিকেলটা পড়ুন। আজকের এই আর্টিকেলে অ্যালফাবেট ইনকরপোরেশন কোম্পানির সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। বর্তমান ইন্টারনেটের যুগে যদি আপনি ইন্টারনেটের এসব বড় বড় কোম্পানি ব্যাপারে না জনেন তবে বলতে হবে আপনি অনেকটা পিছিয়ে, তবে সমস্যার কিছু নেই আজকের আর্টিকেলটা পড়লে বিস্তারিত জেনে যাবেন। চলুন তবে শুরু করা যাক।

অ্যালফাবেট ইনকর্পোরেটেড হচ্ছে গুগল দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানি। যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় ৬ বছর পূর্বে ২০১৫ সালের ২ অক্টেবর তারিখে। ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন, এই দুইজন হচ্ছেন অ্যালফাবেট ইনকরপোরেশন এর প্রতিষ্ঠাতা। তারা প্রতিষ্ঠা করেন অ্যালফাবেট ইনকর্পোরেটেড প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির সদর দপ্তর হচ্ছে গুগলপ্লেক্স, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট। বিশ্বব্যাপী বাণিজ্য পরিচালনায় রয়েছে এই কোম্পানিটি।

Alphabet inc কোম্পানির সংক্ষিপ্ত ইতিহাসঃ

Alphabet inc যেটি হচ্ছে একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল হোল্ডিং কোম্পানি। কোম্পানিটির হেড কোয়াটার ক্যারলিফর্নিয়া এর মাউনটেইন ভিউতে অবস্থিত। একটু আগেই বলেছিলাম আপনাদের, কোম্পানিটি তৈরি করা হয়েছিল ২ অক্তেবর তারিখে ২০১৫ সালে।

Alphabet inc হচ্ছে গুগল এর Parent Company ( মূল কোম্পানি) এবং গুগলের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান গুলোর (subsidiary companies)। সহযোগী কোম্পানি গুলো হচ্ছে ইউটিউব (YouTube), ফায়ারবেস (Firebase), অ্যান্ড্রয়েড (Android), ডিপ মাইন্ড (Deepmind), এরকম আরো অসংখ্য কোম্পানি।

Alphabet inc কোম্পানিটির CEO হচ্ছে সুন্দর পিচাই (Sundar Pichai), যিনি গুগলের ও সিইও। প্রতিষ্ঠানটিকে তৈরি করেছিলেন ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন এই দুইজনে।

অ্যালফাবেট ইনকরপোরেশন শুরুর গল্প

আচ্ছা আমরা নাহয় জানলাম এই কোম্পানিটি কে প্রতিষ্টা করেছে, কত সালে প্রতিষ্ঠা করেছেন বা এটি কোথায় অবস্থিত এই সকল ব্যাপার সম্পর্কে। কিন্তু একটি গভীর ভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে নিশ্চই আপনার মাথায় প্রশ্ন আসবে, “গুগল” যেটি এত বড় এবং সফল একটি কোম্পানি, তাহলে তাদের কেন নতুন করে হোল্ডিং কোম্পানি তৈরি করার চিন্তা আসলো। 

কেন তারা এই হোল্ডিং কোম্পানির প্রতিষ্টা করেন?

সোজা কথা উত্তরটি হচ্ছে, গুগল কোম্পানি তাদের বিজনেস কে বর্তমানের থেকেও আরো বেশি “সচ্ছ এবং জবাবদিহিমূলক” করার জন্যেই প্রতিষ্টা করেছিল অ্যালফাবেট ইনকর্পোরেটেড প্রতিষ্ঠানটি।

বর্তমানে অ্যালফাবেট ইনকর্পোরেটেড কোম্পানিটি গুগলকে অন্যতম মূল্যবান একটি কোম্পানির হওয়ার সাথে সাথেই বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রযুক্তি কোম্পানি হিসেবে পরিচিত। আশা করছি আপনারা গুগলের হোল্ডিং কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেড এর সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গিয়েছেন। এবং একইসাথে বুঝে গিয়েছেন যে এত সফল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও কেন গুগল এই কোম্পানিটি তৈরি করার পরিকল্পনা করে এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়নও করে।

অ্যালফাবেট ইনকর্পোরেটেড কোম্পানির সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। আজকের আর্টিকেলটা শেষ করছি এইটুকুতেই, আল্লাহ হাফেজ।

সুত্রঃ Abc Xyz, Wikipedia BN

Related Posts