আপনারা সবাই জানেন যে গত ১৩ আগস্ট ২০১৮, বি.টি.আর.সি এর নির্দেশে সকল অপারেটরদের কলরেট পরিবর্তন করান নির্দেশ দেয়। এবং এতে জানা যায় যে বি.টি.আর.সি সর্বনিম্ন কলরেট ০.৪৫পয়সা মিনিট এবং সব্বোচ্চ ২টাকা নির্ধারন করা হয়েছে। এরই ভিওি করে বাংলালিঙ্ক অপারেটর তাদের গ্রাহকদের উপর ভিওি করে নিয়ে এলো একটি আর্কষনীয় কলরেট। এবং এটা পাবেন একটি নিদিষ্ট রিচার্জে। শুধুমাত্র ৩৯, ৭৯ এবং ১০৯টাকা রিচার্জে পাওয়া যাবে যথাক্রমে ৭, ১৫ এবং ৩০দিন মেয়াদে। অর্থাৎ ৩৯টাকা রিচার্জে ৭দিন মেয়াদ, ৭৯টাকা রিচার্জে ১৫দিন মেয়াদ এবং ১০৯টাকা রিচার্জে ৩০দিন মেয়াদ। ০.০৯পয়সা প্রতি সেকেন্ড সাথে থাকছে ১সেকেন্ড পালস্ দিনরাত ২৪ ঘন্টা। অর্থাৎ প্রতি মিনিট কথা বলা যাবে ০.৫৪পয়সা মিনিটে। আমি মনে করি দ্রুততম সময়ের বাংলালিঙ্কের এই কলরেটটি ই সবচেয়ে কম ও সর্বোত্তম।
Banglalink এ ১পয়সার কম কলরেট সাথে ১সেকেন্ড পালস্
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
nice post
Good
❤️
Hmm
ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/
hhhhh
Nice