Banglalink এক সিম থেকে অন্য বাংলালিংক সিমে যেভাবে টাকা নিবেন !

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এক বাংলালিংক সিম কার্ড থেকে অন্য বাংলালিংক সিম কার্ডে কিভাবে টাকা নেওয়া যায।

যদি অন্য বাংলালিংক সিম কার্ডে আপনার বাংলালিংক সিম কার্ডের টাকা টেনেস্পার করে নেন তাহলে এটা একটা ছোটখাটো চুরির বিষয় পরে থাকে তো আমি যে বিষয়টা নিয়ে বলব সেটা হল আপনার সিমে যদি টাকা না থাকে আপনার আশেপাশে বাংলালিং সিম কার্ডের টাকা থাকলে আপনি সেই টাকা আপনার সিম কার্ডে ট্রান্সফার করে নিতে পারবেন কিন্তু এই ব্যবহারটা যদি আপনি অন্য সিম কার্ড থেকে আপনার নিজের সিম কার্ডে বারবার টাকা এভাবে ট্রান্সফার করে নিতে পারেন তাহলে এটা একটা কিন্তু চুড়ির কায়দায় পড়ল সুতরাং আশা করি আপনারা এই ধরনের চুরি থেকে বিরত থাকবেন।।

কারণ এটা একটা অপরাধমূলক কাজ তাই আপনারা চাইবেন যদি বিপদে পড়েন তখনই টাকাটা নেওয়ার চেষ্টা করবেন কিন্তু কখনোই খামোখা নিতে থাকবেন না

তো চলুন আমি আপনাদের দেখাবো কিভাবে অন্য বাংলালিংক সিম কার্ড থেকে অনার্সে মাত্র 2 মিনিটে টাকা নিয়ে নিতে পারবেন তো প্রথমে যে বাংলালিংক সিম কার্ড থেকে টাকা নিতে চান সেই সিম কার্ডের আপনাকে প্রথমে ডায়াল করতে হবে

*১০০০#

কোটি ডায়াল করার পর লেখা থাকবে পিন জেনারেট ইংরেজিতে আপনি তখন এক চেপে রিপ্লাই দিবেন তখন আপনার সামনের ৪ টা সংখ্যা শো করবে ওইটা হল আপনার পিন অর্থাৎ টাকা টান্সফার করার জন্য এই পিনটি লাগবে তাই এই পিঙৃৃনটি মনে রাখুন অথবা কোথাও লিখে রাখুন এই 4 সংখ্যার পিন টা

তারপর আপনি পুরো কেটে দিয়ে আবার ডায়াল করুন *১০০০# দেখবেন তারপর লেখা আছে এক নম্বরে.

পিন পরিবর্তন, ব্যালেন্স ট্রান্সফার,

তখন টাকা টান্সফার করার জন্য আপনি দুই নম্বর চাপবেন দুই নম্বর চাপার পর আপনার কাছে পিন চাইবে আপনি ওই পিন টা দিবেন চার সংখ্যা পিন দিয়ে কনফার্ম করার পর আপনার কাছে চাইবে কোন নাম্বারে টাকা টান্সফার করতে চান নাম্বারটা বসে আপনি আবার ওকে করবেন।

।।।।।

ওকে করার পর কত টাকা টান্সফার করতে চান টাকার পরিমাণ দিয়ে ওকে করবেন তারপরে শেষে আর একবার পিন নাম্বার চাইবে অথবা এক চেপে কনফার্ম করতে বলবে করলে আপনার সেই কাঙ্খিত নাম্বারে টাকাটা ট্রান্সফার হয়ে চলে যাবে।।

তবে এখানে একটা কথা আছে বাংলালিংক সিম কার্ড থেকে টাকা টান্সফার করার জন্য ন্যূনতম ব্যালেন্সে 15 টাকা থাকতে হবে । যেই নাম্বার থেকে টেনাসফার করবেন বেশি থাকলে টাকা সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন 15 টাকা থাকলে আপনি 10 টাকা নিতে পারবেন যদি তার ফোনে 30 টাকা 50 টাকা থাকে তাহলে আপনি তার ব্যালেন্স 5 টাকা রেখে সব টেনাসফার করে নিতে পারবেন অথবা তার কম নিতে পারেন ধরুন তার ব্যালেন্সে ৩০
টাকা আছে আপনি চাইলে 11-12-13 টাকা নিতে পারেন একটা কথা মনে রাখবেন ব্যালেন্স ট্রান্সফার করে টাকা নিবেন ওই টাকায় কোন মিনিট বা এমবি চালু হয়না অর্থাৎ মিনিট এমবি কোন চালু হবে না আপনার মূল ব্যালেন্সে টাকা আসবে।
কথার ভিতরে টাকা টান্সফার করার জন্য দুই টাকা বেশি কাটা হবে তারপর থেকে অর্থাৎ যার ফোনে আসবে অথবা যার ফোন থেকে নিবেন দুইজনের ফোন থেকে আড়াই ২ টাকা বেশি মতো কেটে নেবে।

একটা কথা আপনি কখনোই কিন্তু বিনা কারণে অন্যের ফোন থেকে টাকা চুরি টান্সফার করে নেবেন না এটাই হলো সর্তকতা।

সর্বশেষে একটা কথা বলতে চাই যদি ব্যালেন্স টেনেস্পার বা টাকা নিতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন অথবা মেইলবক্সে মেইল করলে সমাধান পেয়ে যাবেন।

Related Posts

6 Comments

মন্তব্য করুন