Best Temp মেইল সাইট ২০২০ , যেকোন একাউন্ট করুন Unlimited.

আসসালামুআলাইকুম ভিউয়ার্স আশাকরি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে । আজকের টিউটোরিয়ালে আমরা শিখব Temp ইমেইল সম্পর্কে ।
টেম্প মেইল সম্পর্কে আমি এর আগেও একটি টিউটোরিয়াল করেছিলাম সেখানে দেখিয়েছি কিভাবে আপনি প্রতি মিনিটেই একটি করে টেম্প মেইল পাবেন এবং সেটা দিয়ে কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন . । আজকেও এর ব্যতিক্রম নয় । আজকে আরো একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি টেম্প মেইল সম্পর্কে ।
আজকে আমি আপনাদের সামনে যে টেম্প মেইল সম্পর্কে কথা বলব সেই টেম্প মেইল দিয়ে আপনি প্রায় ইন্টারনেট এর 40% ওয়েবসাইটে একাউন্ট করতে পারবেন ।
জানেন কি Temp mail কেন প্রয়োজন ?
অস্থায়ী ইমেইল বিভিন্ন কাজে ব্যবহৃত হয় । যেমন আপনি এটার সাহায্যে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ফেসবুক ব্যবহার করতে পারবে কিন্তু এই মেইল গুলো বেশিদিন ব্যবহার করা যায় না একদিন দুইদিন তিনদিন বা সাত দিন অথবা 10 মিনিট ব্যবহার করতে পারবে আপনাকে এতটুকু সময় দেয়া হবে এই মেয়েগুলো ব্যবহার করার জন্য ।

মনে করেন আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন , কোন কাজের জন্য কিন্তু সেখানে প্রবেশ করার পর দেখেন আপনি যদি সে কাজটা করতে চান সেই ওয়েবসাইট থেকে তাহলে অবশ্যই আপনাকে একটি একাউন্ট করতে হবে । আপনি এখন কী করবেন আপনি কি আসলেই একাউন্ট করবেন নাকি করবেন না এ বিষয় নিয়ে দ্বিধা সংকোচ এ পড়ে গেছেন এবং আপনি ভাবছেন এটা হয়তো হ্যাকারদের একটা হাত হতে পারে ।

যেহেতু আপনি কাজটি করবেন সেহেতু আপনাকে একাউন্ট করতেই হবে কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার জিমেইল টা সেখানে চলে যাক । তাহলে কি করবেন সেই সমাধান আসবে আমরা করবো এই টিউটোরিয়ালের মাধ্যমে ।
সেই অবস্থায় আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অস্থায়ী ইমেইল এর সাহায্য নিতে হবে । আপনি যদি অস্থায়ী ইমেইল দিয়ে কোন ওয়েব সাইটে একাউন্ট করেন তাহলে আপনার কোন পারসনাল ইনফর্মেশন দিতে হবেনা । আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন কোন সমস্যা ছাড়াই ।

আপনি যদি গুগলের সার্চ করেন টেম্প মেইল লিখে তাহলে , আপনার চোখের সামনে গুগোল অনেক ওয়েবসাইট নিয়ে আসবে কিন্তু সেখান থেকে দেশে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা ওয়েবসাইট গুলো যেগুলো থেকে আপনি অস্থায়ী মেইল পেতে পারেন ।

সর্বপ্রথম আমি আপনাদের জন্য নিয়ে আসলাম https://10minutemail.com/ এই ওয়েবসাইট ।
10minutemail ওয়েবসাইট এ প্রবেশ করার সাথে সাথে আপনাকে 10 মিনিটের জন্য একটি মেইল দেওয়া হবে আপনিও ইমেইল ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটের 10 মিনিটের ভেতর যেকোনো অ্যাকাউন্ট মেইক করতে পারবেন । 10 মিনিট পরে এই মেইল আর এখানে পাওয়া যাবে না । অন্য একটি মেইল আবার আপনাকে দেয়া হবে এভাবে প্রতি 10 মিনিট পর পর আপনাকে একটি করে মেইল দেওয়া হবে ।
দ্বিতীয় নাম্বারে আপনাদের জন্য থাকছে ThrowAwayMail
www.throwawaymail.com আপনি এই ঠিকানায় প্রবেশ করার পর আপনার সামনে একটি ক্যাপচা চলে আসবে একসাথে পূরণ করার পর , I’m not a robot এ ক্লিক করতে হবে । ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে 50 মিনিটের জন্য একটি মেইল দেওয়া হবে ।

তাহলে বন্ধুরা এখন এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ঘরেতে থাকুন আল্লাহ হাফেজ ।

Related Posts