আসসালামুয়ালাইকুম সবাইকে।
কেমন আছেন সবাই।
আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের একটি দারুন এপ সম্পর্কে জানাবো।
আমরা সবাই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানি ।
অনেকে এই গ্ৰাফিক্স ডিজাইন এর কোর্স করে এ বিষয়ে দক্ষতা অর্জন করে।
কিন্তু এটি শিখতে হলে দরকার হয় একটি ভালো কম্পিউটার অথবা ল্যাপটপের ।
কিন্তু সবার কাছে কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে না।
তারা কিভাবে এই গ্ৰাফিক্স ডিজাইন ব্যবহার করবে ?
এর উত্তর হলো মোবাইল দিয়ে।
হ্যাঁ , ঠিক শুনেছেন, মোবাইল দিয়ে।
আপনারা হয়তো ভাবছেন মোবাইল দিয়ে কিভাবে আবার গ্রাফিক্স ডিজাইন করা যায় ?
আসলে করা যায়।
এজন্য একটি এপ এর দরকার হয়। যা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এপটির নাম হলো Canva ।
প্লে স্টোরে Canva লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এপটি। এপটি তো পেলেন ,এখন ব্যবহার করবেন কিভাবে?
সেটাও আমি বলে দিচ্ছি।
এপটি ডাউনলোড করার পর এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
আপনাকে তারা রেজিস্ট্রেশন করার কয়েকটি উপায় দিয়ে দিবে যেমন, গুগল একাউন্ট, ইমেইল ঠিকানা, ফেসবুক একাউন্ট এসব মাধ্যমে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আমার মতে গুগল একাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করাটাই ভালো।
বাকিটা আপনার ইচ্ছে।
এখন রেজিস্ট্রেশন হয়ে গেল।
তারপর আপনি আপনার একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন ।
এখানে অসংখ্য অপশন পাবেন ডিজাইন করার জন্য।
যেমন : লোগো ডিজাইন,ব্যানার বা পোস্টার ডিজাইন, বিজনেস কার্ড, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট,ফোটো কোলাজ ইত্যাদি ।
আপনি যেই জিনিসটা ডিজাইন করতে চান সেটাতে ক্লিক করলে আপনি অনেক গুলো টেমপ্লেট দেখতে পাবেন।
এখান থেকে যেকোন টেমপ্লেট পছন্দ করে এডিট শুরু করে দিন।
এটাতে এডিট করার এতো গুলো অপশন আছে যে কি বলব।
আপনি দেখলেই বুঝতে পারবেন।
আর এডিট করা শেষ হলে এটি আপনি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারবেন।
আপনার করা ডিজাইন এপটিতেও সেভ হয়ে থাকবে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।
কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন।
আমি আপনার যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো।
তাহলে দেখা হবে পরবর্তী পোষ্টে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।।