Clash of Clan
গেমটি খেলেন নি এরকম মানুষ খব কমই দেখা যাবে। এঈ গেম একসময় অনেক বেশি জনপ্রিয় ছিলো। এতোটাই জনপ্রিয় ছিলো যে ছোটো বড় সবাই এই গেমটি খেলত। কিন্তু বর্তমান সময় এই গেমটি সেরকম কাউকে খেলতে দেখা যায় না। কারন কালক্রমে মানুষের যেরকম রুচির পরিবর্তন হয় ঠিক সেরকমই গেমেরও পরিবর্তন হয়েছে।
সে সময় বাজারে সেরকম শক্তিশালি ফোন ছিল না। তাই মানুষ এই গেমটি বেশি খেলত। আমাদের মধ্যে বোধ হয় এরকম অনেকেই আছেন যারা এই গেমের মাধ্যমে অনলাইন গেমের যাত্রা শুরু হয়। কি তাই না ?
কাল ক্রমে বাজারে আরও শক্তিশালী ফোন আসার কারনে আরো ভালো মানের গেম এসেছে। যেমন বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় গেম হলোঃ পাবজি এবং ফ্রী ফাইয়ার। বর্তমানে এই ২টি গেম আসার কারনে Clash of Clan গেমটি জনপ্রিয়তা কমে যায়।
কিন্তু এখনও অনেকের ফোন এই গেমটি আছে তারা আসলেই সত্যিকারের Clash of Clan লাভার। ব্যাক্তিগত দিক থেকে বললে আমি নিজেও এই গেমটি একসময় অনেক খেলতাম। স্কুলে গরমের ছুটি দিলে এই গেমটি খেলা হতো। সেই সময় WIFi প্রচোলন ঘটে নি।
মোবাইলে ১০০ এমবি ৫০০ এমবি ভরে গেমটি খেলা হতো। তখন সব বন্ধুরা এক সাথে এই গেমটি খেলতাম। অনেক মজা হতো সে সময়।
তো যাই হোক গেমটি নিয়ে এখন কিছু ক্তহা ব্লা যাক
গেমটি যাত্রা শুরু হয় ২০১২ সালের আগস্ট মাসের ২ তারিখ থেকে। গেমটি ডেভেলোপ করে ফিনল্যান্ড এর একটি গেম ডেভেলপমেন্ট কোম্পানি যা Supercell নামে পরিচিত।
গেমটি যখন প্রথম প্রথম তৈরি করা হয় তখন গেমটি সেরকম ফিচার ছিলো না। ধীরে ধীরে গেমটি যখন জনপ্রিয়তা লাভ করলে গেমটি উপর নতুন নতুন আপডেট দেওয়া হয়। প্রথমে শুধু Town hall 10 আর অল্প কিছু ফিচার দেওয়া হয়।
কিন্তু এখন Town hall 14 এর সাথে আরও অনেক আপডেট এসেছে। এখনও অনেক মানুষ এই গেমটি খেলে। তাই বলতে গেলে গেমটি এখনও জনপ্রিয়তা হারায় নি। হয়ত ফ্রী ফাইয়ার, পাবজির মতো গেমের কারনে এর জনপ্রিয়তা অনেকটা কমেছে কিন্তু হারিয়ে যায় নি। আপনাদের মধ্যে কারা কারা এই গেমটি এখনও খেলেন আমাকে কমেন্ট বক্সে জানান।
আজ এ পর্যন্তই ভালো থাকুন সূস্থ থাকুন।