CoinPayz এর পেমেন্ট প্রুফ!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

তো আজকে আমি যে ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ নিয়ে কথা বলতেছি তার নাম হলো CoinPayz। এই ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ আমি নিচে শেয়ার করতে যাচ্ছি। আমি এই ওয়েবসাইটটি নিয়ে এই ওয়েবসাইটে একটি পোস্ট লিখেছি। নিচে আমি লিংক দিয়ে দিব চাইলে পড়ে নিচে পারেন। এই ওয়েবসাইটে গত প্রায় ১৫-২০ দিনের মতো কাজ করলাম। এবং এর মধ্যে অনেক দিন আমি একটু অসুস্থ ছিলাম ও ব্যস্ত ছিলাম। প্রায় ৪-৫ বার পেমেন্ট নিয়েছি। নিচে আমি পেমেন্ট প্রুফগুলো শেয়ার করতে যাচ্ছি।

পেমেন্ট প্রুফ শেয়ার করার আগে আপনাদেরকে সংক্ষেপে Coinpayz সম্পর্কে বলে নিই। Coinpayz হলো একটি আর্নিং ওয়েবসাইট। এখান থেকে Faucet, PTC ও Shortlink এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনি ইন্সট্যান্ট উইথড্র দিতে পারবেন। মিনিমাম উইথড্র আ্যমাউন্ট মাত্র ০.০১ ডলার। তাদের মোট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৩০০০০ ডলার। এখন পর্যন্ত তারা প্রায় ২৭০০০ পেমেন্ট দিয়েছে।

তো এখন পেমেন্ট প্রুফগুলো শেয়ার করা যাক। নিচের প্রথম স্ক্রিনশটে দেখতে পারবেন। আমি এখন পর্যন্ত টোটাল এই ওয়েবসাইটে কত কয়েন ইনকাম করছি। আমি এখান থেকে মোট ৯০০০ এরও বেশি কয়েন ইনকাম করেছি।

এখন আমি যে এই ওয়েবসাইট থেকে কয়েনগুলো উইথড্র দিয়েছি। তার একটি স্ক্রিনশট দেখতে পারবেন। এখানে মোট ৪টি উইথড্রের ছবি দেখতে পারতেছেন। সবকয়টিই ২ সপ্তাহ আগের কারণ মাঝে আমি কাজ করতে পারিনি। উইথড্রের আ্যমাউন্টগুলো হলো ০.০২, ০.০২৬, ০.০১৬, ০.০১৭। এখানে মোট ৭৯০০ এর বেশি কয়েনের উইথড্র দেওয়া আছে। কিন্তু আগের ছবিতে আমার ৯০০০ এর বেশি কয়েনের ইনকাম দেখেছি।

আমার কাছে বর্তমানে ১০০৫টি কয়েন অবশিষ্ট রয়ে গেছে। আমার কাছে যে কয়েন রয়ে গেছে তারও একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি।

আগের স্ক্রিনশটগুলোতে দেখতেই পারছেন এই ওয়েবসাইটটি লেজিট কিনা আর আমি ইনকামও করছি কিনা এখন ব্যাপার হচ্ছে আমি যে উইথড্রগুলো দিয়েছিতে তার আমার একাউন্টে এসেছে কিনা। আমি এ ওয়েবসাইট থেকে প্রতিবারই FaucetPay এ উইথড্র দিয়েছি। তার স্ক্রিনশট আমি নিচে দিয়ে দিচ্ছি। এই স্ক্রিনশটটি গ্রাথোরের ছবি দেওয়ার নীতি (৪০০×৩০০) না মানায় আমি স্ক্রিনশটটি এখানে দিতে পারছি। নিচে আমি স্ক্রিনশটটির লিংক দিয়ে দিচ্ছি।

স্ক্রিনশটের লিংকঃ https://ibb.co/NSw4PVg

উপরের স্ক্রিনশটটি হচ্ছে আমার FaucetPay একাউন্টের ডিপোজিট হিস্টোরির একটি স্ক্রিনশট। উপরের স্ক্রিনশট সমূহ দিয়ে বুঝতেই পারতেছেন যে এই ওয়েবসাইটটি লেজিট। এই ওয়েবসাইট থেকে আর্নিং একটু কম হতে পারে। কিন্তু পেমেন্ট পাবেন তা নিশ্চিত। এই ওয়েবসাইটটি আসলেই খুবই ভালো। আপনি চাইলে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন।

তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।

Related Posts

14 Comments

মন্তব্য করুন