Dilan 1990 (2018)-ইন্দোনেশিয়া মুভি রিভিউ ☺

🔴মাষ্ট সি রোমান্টিক মুভি

🎬Dilan 1990 (2018)-ইন্দোনেশিয়া

✔Imdb:7.7

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Dilan 1990 ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় একটি #রোমান্টিক-ড্রামা মুভি।ইন্দোনেশিয়ার ইতিহাস সবচেয়ে আয় করা মুভিগুলোর মধ্যে এখন পর্যন্তএর অবস্থান দ্বিতীয় এবং ২০১৮ সালে সবচেয়ে আয় করা মুভি এটি।মুভিটি ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় উপন্যাস থেকে নির্মীত।

🔻Storyline:

১৯৯০ সালের প্রেক্ষাপটে নির্মিত এই মুভিটির গল্প গড়ে উঠেছে দুই হাই স্কুল ছাত্র-ছাত্রী Dilan এবং Milea কে নিয়ে। Dilan খুবই চঞ্চল, বুদ্ধিমান,সুদর্শন এবং রোমান্টিক একজন হাই স্কুল ছাত্র।তার এইসব গুনের জন্য স্কুলে সে খুব জনপ্রিয়।একদিন তার সাথে পরিচয় হয় জাকার্তা থেকে এসে সদ্য স্কুলে ভর্তি হওয়া Milea সাথে।

পরিচয় হওয়ার পর থেকেই সে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে Milea কে পটানোর জন্য।কিন্তু সমস্যা হলো Milea একটি ছেলেকে আগে থেকেই ভালবাসে, যে জাকার্তাতে থাকে,আবার Milea কে তার এক ক্লাসমেটও পছন্দ করে।এত বাঁধা পেরিয়ে Dilan কি শেষ পর্যন্ত মিলাকে কাছে পায়?

🔻অসাধারণ একটি হাই স্কুল ভালবাসার গল্পের মুভি।মুভিটি দেখার সময় আপনি কিছুক্ষণের জন্য হলেও স্কুল জীবনে ফিরে যাবেন।মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি এবং সবার অভিনয় খুবই ভাল ছিল।

তবে সবকিছু ছাপিয়ে এই মুভির প্রধান আকর্ষণ ছিল Dilan চরিত্রটি।এই চরিত্রে চঞ্চল এক স্কুল ছাত্রের ভুমিকায় অভিনয় করা Iqbaal Ramadhan এর অভিনয় ছিল এক কথায় অসাধারণ। বিশেষ করে মুভিতে নায়িকার সাথে তার রোমান্টিক ডায়লগগুলো ছিল অসম্ভব ভাললাগার।এই মুভির কিছু ডায়লগ ইন্দোনেশিয়ার টিনেজারদের মাঝে ভাইরাল হয় যায়।মুভিটির একটি সিকোয়াল বের হবে Dilan 1991 নামে।

আজ এই পর্যন্তই পরবর্তীতে হাজির হবো অন্য কোন একটা মুভি রিভিউ নিয়ে😁.

Related Posts

8 Comments

মন্তব্য করুন