English এ চ্যাটিং করুন খুব সহজে ঝামেলা ছারাই।

আপনি কী ইংরেজী লিখতে পারেন না? ইংরেজীতে চ্যাটিং অথবা মেসেজ করতে পারেন না? এই ডিজিটাল যুগে আপনাকে একটা অ্যাপ দিবো যেটা দিয়ে আপনি বাংলা লিখলে ইংরেজী হয়ে যাবে কনো ভুল ওয়ার্ড হবেনা। আসুন তাহলে আলোচনা করা যাক এই সম্পর্কে।

বাংলা লিখলে ইংরেজী হবে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন। এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। 👉 ”এখানে ক্লিক করুন”   👈 ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটাল করবেন।

  👈 অ্যাপটি ওপেন করলে এরকম আসবে আপনি যদি বাংলা থেকে ইংরেজী করতে চান তাহলে ওপরে Bangali লেখাই ক্লিক করবেন এবং বাংলা লিখে Done এ ক্লিক করবেন। তাহলে ইংরেজী হয়ে যাবে দেখুন আমি লিখেছি ,,,আমি ইংরেজী পারিনা,,, ইংরেজীতে চলে এসেছে I Don’t speak English. আর অবশ্যই আপনার মোবাইলে এমবি থাকতে হবে এবং ডেটা চালু করতে হবে।

এছাড়া আপনি ইংরেজী লিখে বাংলা করতে পারবেন ওপরে ইংরেজী লেখাই ক্লিক করবেন এবং বাংলা লিখে Done করবেন তাহলে হবে। আর আপনি এই লেখা গুলো কপি করে আপনার ফ্রেন্ড এর কাছে পাঠাতে পারবেন মেসেজ করে।

আসা করি আমার পোস্ট গুলো ভালো লাগবে আপনাদের এরকম পোস্ট পেটে একটি কমেন্ট করবেন আর আমাদের উশসাহিত করবেন যাতে আরো ভালো পোস্ট করতে পারি। “” ধন্যবাদ সাথে থাকার জন্য “”

Related Posts

2 Comments

মন্তব্য করুন