আজকাল আমরা সকলেই প্রায় ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুক বর্তমানে ব্যবহারের কারণে আমাদের অনেক সময় হ্যাক হতে পারে এই ফেসবুক একাউন্ট।।
তো শখের এইফেসবুক অ্যাকাউন্ট টা হ্যাক হয়ে যায় তাহলে আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয় কারণ আমাদের এই ফেসবুক একাউন্টে আমাদের নানা ধরনের তথ্য থাকে আমাদের ছবি থাকে আমাদের ভিডিও থাকে অথবা ম্যাসেজিং কোন বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা ও সেখানে থাকে।
কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আপনার যদি শখের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায় তাহলে সব থেকে বড় ক্ষতি হবে সেটা হলো আপনার, যেমন সেটা হল আপনার ছবিকে নিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে সেগুলো কে নগ্ন করে আপনাকে টাকা আদায়ের জন্য ব্ল্যাকমেইল করা হবে অথবা আপনার ছবিগুলো বিভিন্ন সামাজিক মিডিয়ায় ছড়িয়ে দিবে আপনার মেসেজিংয়ে প্রিয়জনের কাছে সেই সমস্ত ছবি পাঠিয়ে দিবে বা খারাপ খারাপ অকথ্য ভাষায় চ্যাট করবে অথবা আপনার সেই সমস্ত ছবিগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের ফেক আইডি খুলবে।
আপনার সম্পর্কে নানা রকম বাজে মন্তব্য অথবা খারাপ কমপ্লিমেন্ট করে বেড়াবে আপনার ছবির পাশে বা ছবির উপরে বিভিন্ন খারাপ কায়দায় লিখে ব্ল্যাকমেইল করা হবে।
সুতরাং আজ আমি আপনাদের এমন একটা বিষয় সম্পর্কে পরিচয় করাবো সেটা আপনারা হয়তো আগে জানতেন না কিন্তু আপনাদের অনেক বড় উপকারে আসবে বর্তমান আপনারা যখনই ফেসবুকে ঢুকতে যাবেন তখনই একটা আপনার ফেসবুকে অথবা আপনার যেই সিম কার্ড একাউন্ট খোলা সেই সিম কার্ডে এসএমএস চলে আসবে যে আপনি ফেসবুকে এখন লগইন করছেন বা অন্য কেউ লগইন করছেন অর্থাৎ আপনিও যদি ফেসবুকে লগইন যখনই করবেন তখনই আপনার ফেসবুকে অথবা আপনার সেই উক্ত নাম্বারে মেসেজ চলে যাবে।
আপনার ফেসবুকে লগইন করা হচ্ছে কোন ব্রাউজার থেকে সেটাও বলে দিবে। এখন আপনিই বলুন আপনি যখন লগইন করতে যাবেন তখন যদি তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে অথবা কোন হ্যাকার যদি আপনার অ্যাকাউন্টে লগইন করতে চাই সেই নোটিফিকেশন যদি আপনার কাছে সাথে সাথে চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার একাউন্টটা অন্য কেউ প্রবেশ করছেন।।
তো কিভাবে চালু করবেন প্রথমে আপনি আপনার ফেসবুকে ঢুকুন ঢোকার পর আপনার ফেসবুকে একদম উপরে ডান পাশে তিনটের দাগ চাপ দিন আমি যে প্রচেষ্টা বলছি এটা শুধুমাত্র ফেসবুক লাইট দিয়ে করবেন। থ্রি দাগ ক্লিক করার পর আপনি নিচের দিকে গিয়ে সেটিং অপশন টা খুজে বের করে সেটিং এ ক্লিক করুন।।
তারপর একটু নিচে দেখুন সিকিউরিটির কাছে সিকিউরিটি নিচে লেখা আছে
সিকিউরিটি এন্ড লগইন তাতে ক্লিক করুন।। ক্লিক করার পর আরেকটু নিচের দিকে যান দেখতে পাবেন লেখা থাকবে গেট অ্যালার্ট এবাউট আনরিকোনাইস লগইন।।
তাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে নোটিফিকেশন টেক্সট মেসেজ, মেসেঞ্জার, আপনি ওই তিনটায় অন করে দিবেন তাহলে আপনার মেসেঞ্জারে আপনার সেই ফোন নাম্বারে এবং আপনার ফেসবুকে তিনটাতেই লগইন করার সময় বারবার এসএমএস দিবে।। এভাবে আপনার নাম্বার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সময় আপনি smsপেয়ে যাবেন এটাই হল সিকিউরিটি এলার্ট না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন আশা করি সমাধান পেয়ে যাবেন!