Google adsense নিন ফ্রী ব্লগার সাইটে। এডসেন্স এপ্রুবাল এর সকল তথ্য।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আজকে আমি একটা ব্লগস্পট সাইট এ এডসেন্স পাওয়ার ব্যাপার টি তুলে ধরব। আর আজকের কথা গুলো সবার কাছে গ্রহনযোগ্য মনে হবে। এর কারন হচ্ছে আমি নিজে আমার ফ্রী সাইট এ এডসেন্স এর এপ্রুবাল পেয়েছি।

এখন আসি আমার কি কি করতে হয়েছে এ বিষয় নিয়ে।

প্রথমত আমার সাইট এ ৭০ টা পোস্ট রয়েছে। এই পোষ্ট গুলো প্রায় সবগুলো কপিরাইট ফ্রী। আমি নিজে পোস্ট গুলো লেখেছি। আমার পোস্ট এ মোট ৮০০০ এর বেশি ভিউ হয়েছে সব মিলিয়ে। এর মধ্যে কিছু পোষ্ট এ আমি কিছু ভিউ করছি। আর আমি নিজেও অন্য জন এর মোবাইল দিয়ে ভিউ করেছি। তারপর হচ্ছে আমি প্রথম অবস্থায় ফেসবুক সহ অনেক সাইট এ লিংক শেয়ার করেছি। সব মিলিয়ে এখানে থেকে ভালো একটা ভিউ চলে এসেছে।

এরপর এডসেন্স পাওয়ার ক্ষেএে যেটা বেশি কার্যকর কর মনে হয়েছে তাহলে আমার সাইট ৬ মাস আগের। মোটামুটি অনেক দিন হয়েছে এটা এপ্রুব এর জন্য কাজে লাগছে।

একটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই তাহলো। আমি আমার সাইট এ কোন পেইড ডোমেন বা পেইড থিম কোন কিছু ব্যাবহার করিনি। আমার সাইট ১০০% ফ্রী। আর আমি সাইট এ ফ্রী একটা থিম ব্যাবহার করেছি।

অনেক এ কিরকম সাইট এটা দেখার ইচ্ছে হতে পারে। তাদের জন্য বলছি গুগল এ গিয়ে happymanallbd লিখে সার্চ করলে প্রথম এ আমার ওয়েবসাইট টি দেখতে পাবেন। তাহলে আপনারা ধারনা করতে পারবেন।

এখন বাকি বিষয় গুলো একে একে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের প্রশ্ন থাকলে অবস্যই সাইট এ গিয়ে মেসেজ করতে পারবেন। আর এখন সবচেয়ে বেশি জানার আগ্রহ যেটাতে থাকে তাহল মোবাইল দিয়ে করা যানে কিনা। এর কারন হচ্ছে আমাদের অনেক এর পিসি নাই। তাদের জন্য বলছি আমার ওয়েবসাইট এর প্রায় সবকিছু আমি মোবাইল দিয়ে করেছি। অএএব এটা চিউর থাকতে পারেন যে মোবাইল দিয়ে করা যাবে।

এখন আপনি চাইলে পেইড থিম ও ডোমেইন ব্যাবহার করতে পারেন। যাদের জানা নেই তাদের জন্য বলছি ব্লগস্পটে কোন হোস্টিং করতে হয় না। তারমানে আপনার ওয়েবসাইট তৈরি করতে এক টাকা ও খরচ হবে না।

আর একটা প্রশ্ন বা সমস্যা হলে অনেক এ বলবে আমরা তো কাজ জানি না। তাদের জন্য বলছি আমিও শুরুতে কিছু জানতাম না। আর আমি এডসেন্স এপ্লাই করতে গিয়ে ও অনেক ভুল করেছি। কিন্তু আমি আমার ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি।

সর্বশেষ কথা হচ্ছে এটাই আমি এডসেন্স পেয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি কাজ করেন আপনারা ও পাবেন। আর একটা কথা হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের সাহায্য লাগলে আমার সাইট এ গেলে আমার পেজ লিংক পাবেন সেখানে মেসেজ করবেন। ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

কিওয়ার্ড

এডসেন্স পাওয়ার সহজ উপায়
ব্লগস্পটে এডসেন্স নিন
ফ্রী সাইট এ এডসেন্স পাওয়ার উপায়

Related Posts

7 Comments

মন্তব্য করুন