Google underwater লিখে সার্চ করুন তো মজা দেখুন।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের গুগল এর আরও কিছু ট্রিকস শেয়ার করব। যেটা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন শুরু করি….

আমি গুগল এর ট্রিকস নিয়ে অলরেডি ২ টা পোস্ট করেছি। যারা এরকম বিষয় নিয়ে জানতে আগ্রহী তারা গ্রাথোর এ লক্ষ করলেই পোস্ট গুলো দেখতে পাবেন। আজকে আমি আরোও একটি চমৎকার ট্রিকস শেয়ার করব। আশা করি আগের টিপস গুলোর মতো এটাও ভালো লাগবে। আমি আপনাদের বলেছিলাম গুগল হচ্ছে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিল। এর সম্পূর্ন টা একজন মানুষ এর পক্ষে জানা প্রায় অসম্ভব।আমরা যে গুগল ব্যবহার করি তা গুগল এর ৫% ও না।  এক একজন একএক টা টপিক জানে মাএ। আপনি কিছু জানেন আমি কিছু জানি এরকম।এরকম সব জানা একএে করলে হয়তো বিশাল ভান্ডার হয়ে যাবে। আর এরকম ই একটা টিপস শেয়ার করব আজ।

এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল এর বা পিসির ক্রোম ব্রাউজার। সেখানে গিয়ে সার্চ করবেন Google underwater. তারপর প্রথম এ যে লিংক টা আসবে এটা অপেন করবেন। তাহলেই দেখবেন আসল মজা। আপনার সামনে দেখবেন পানির মতো ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে অনেকগুলো মাছ দেখতে পাবেন। এবং দেখবেন সার্চ বাক্স পানিতে ভাসছে। এখন আপনি যা সার্চ করবেন সব মাছ এর মতো আপনার সামনে আসবে।এমনকি আপনি দেখবেন সবগুলো পানিতে ভাসছে এগুলো একবার উপরে উঠছে আবার নামছে।আপনি যখন সার্চ করবেন তখন মাছ যেভাবে চলাচল করে ফলাফল গুলো ওভাবে আসবে।

আপনি চাইলে এখন ই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ট্রিকস টি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে এরকম নিত্য নতুন ট্রিকস নিয়ে। সবসময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ

Related Posts